• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • Bangla News | Bear Fear in Dhupguri: ফের লোকালয়ে ভালুকের পায়ের ছাপ, রাত থেকে আতঙ্ক ধূপগুড়িতে!

Bangla News | Bear Fear in Dhupguri: ফের লোকালয়ে ভালুকের পায়ের ছাপ, রাত থেকে আতঙ্ক ধূপগুড়িতে!

Bangla News | Bear Fear in Dhupguri

Bangla News | Bear Fear in Dhupguri

জলঢাকা নদী সংলগ্ন এলাকায় নাকি ভালুকের পায়ের ছাপও দেখতে পান গ্রামবাসীরা (Bangla News | Bear Fear in Dhupguri)।

 • Share this:

  #ধূপগুড়ি: জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভালুক দেখতে পাওয়ার আতঙ্ক কাটতে না কাটতেই এবার ধূপগুড়িতে নতুন করে ভালুক-আতঙ্ক (Bangla News | Bear Fear in Dhupguri)। স্থানীয়দের দাবি, ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রামপঞ্চায়েতের বগরিবাড়ি গ্রামে ভালুক দেখেছেন তাঁরা। এর পরেই আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে। জলঢাকা নদী সংলগ্ন এলাকায় নাকি ভালুকের পায়ের ছাপও দেখতে পান গ্রামবাসীরা (Bangla News | Bear Fear in Dhupguri)।

  নিমেষের মধ্যে খবর এলাকায় ছড়িয়ে পরে। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। রাতে বন কর্মীরা ছুটে আসেন গ্রামে। কারণ পাশেই গরুমারা জাতীয় উদ্যান এবং রামশাই জঙ্গল। স্বাভাবিক ভাবে বিষয় টিকে হাল্কা ভাবে নিতে চান না বন কর্মীরা (Bangla News | Bear Fear in Dhupguri)।

  রাত থেকে আতঙ্ক এলাকায় (ছবি: রকি চৌধুরী) রাত থেকে আতঙ্ক এলাকায় (ছবি: রকি চৌধুরী)

  আরও পড়ুন: উত্তরবঙ্গের ব্যস্ত রাস্তা আটকে দিল বুনো হাতি ! তারপর... ভাইরাল ভিডিও

  রাতভর চলে বগরিবাড়ি এবং জলঢাকা নদী সংলগ্ন এলাকায় তল্লাশি। তবে এখনও ভালুকের দেখা পাওয়া যায়নি। এলাকাবাসীদের দাবি, ভালুকের পায়ের ছাপ স্পষ্ট তাঁরা দেখেছিলেন, কিন্তু এত মানুষ সেখানে ভিড় জমায় যে সেটি মুছে যায়। তবে বন দফতরের তরফে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে, গতকাল ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অজানা জন্তুর পায়ের ছাপ দেখার ঘটনাকে কেন্দ্র করে বাগানের কাজ বন্ধ রাখা হয়েছিল। স্থানীয় এক বাসিন্দার দাবি, 'আমাদের পাড়ার এক লোকই কালো মতো একটা কিছু দেখতে পেয়েছিলেন। তিনি দাবি করেন ওটা ভালুক। গ্রামে খবর ছড়িয়ে পড়তেই লোকজন ভিড় করেন। পায়ের ছাপও দেখতে পাওয়া যায়। তা দেখে মনে হয় ওটা ভালুকেরই পায়ের ছাপ। বন দফতরের কর্মীরা এখন পায়ের ছাপটি খতিয়ে দেখছেন।'

  আরও পড়ুন: উড়ছে ড্রোন, সরছে বনবস্তি! বক্সায় এখন 'তাঁকে' খুঁজতেই দক্ষযজ্ঞ

  গত বৃহস্পতিবার জলপাইগুড়ির মালবাজারের হুলস্থূল পড়েছিল। সকালে দরজা খুলেই গৃহস্থের চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল। বারান্দায় চুপটি করে বসেছিল এক ভালুক শাবক। তার পরই আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শহর ও অনতিদূরে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। বৃহস্পতিবার ফের ধূপগুড়িতে নতুন করে দেখা দিয়েছে ভালুক-আতঙ্ক। ভালুকের সন্ধান পেতে ড্রোন উড়িয়ে খোঁজ চালাচ্ছেন বন দফতরের কর্মীরা।

  রকি চৌধুরী

  Published by:Raima Chakraborty
  First published: