Bangla News: বিডিও-র পাঠশালা! জলপাইগুড়ির তিস্তা পাড়ের বানভাসি ছাত্রছাত্রীদের জন‍্য বড় পদক্ষেপ

Last Updated:

Bangla News: বিডিও-র পাঠশালা। পড়ুয়া জলপাইগুড়ির তিস্তা পাড়ের বানভাসি এলাকার ছাত্রছাত্রীরা। গত ৫ অক্টোবর বিধ্বংসী বন্যার প্রভাব পড়ে জলপাইগুড়ি তিস্তা পাড়ে। প্লাবিত হয় একাধিক অঞ্চল।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
শান্তনু কর, জলপাইগুড়ি: বিডিও-র পাঠশালা। পড়ুয়া জলপাইগুড়ির তিস্তা পাড়ের বানভাসি এলাকার ছাত্রছাত্রীরা। গত ৫ অক্টোবর বিধ্বংসী বন্যার প্রভাব পড়ে জলপাইগুড়ি তিস্তা পাড়ে। প্লাবিত হয় একাধিক অঞ্চল। ঘরবাড়ি, আসবাবপত্র, জরুরি কাগজপত্র র সঙ্গে ভেসে যায়, নষ্ট হয়ে যায় বইপত্র।
আরও পড়ুনঃ শীত আসার আগেই ঠোঁট ফাটছে? জ্বলছে? এই কাজেই ঠোঁট থাকবে তুলোর মতো তুলতুলে!
পরিস্থিতি স্বাভাবিক হলেও বইপত্রের অভাবে পড়াশোনা প্রায় লাটে ওঠার জোগাড়। এই অবস্থায় হাল ধরতে এগিয়ে এলেন বিডিও মিহির কর্মকার। জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিস্তা পাড়ের সুকান্ত নগরে রায়পাড়া গ্রামে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এসে আইসিডিএস সেন্টারে এলাকার ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে পড়াতে বসে পড়েন বিডিও সাহেব। পড়ান, পড়া ধরেন।
advertisement
advertisement
ছাত্রছাত্রীদের মুখ থেকে পড়া শোনেন, ছড়া শোনেন। কে কেমন ছবি আঁকে বসে থেকে সেটাও দেখেন। জানান, ছাত্র ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ। এদিন ছাত্রছাত্রীদের লেখাপড়ার সরঞ্জাম তুলে দেন। বিডিওর এই উদ্যোগে উৎসাহিত তিস্তা পাড়ের ছাত্রছাত্রীরা। খুশি অবিভাবক থেকে নিয়ে পঞ্চায়েত সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বিডিও-র পাঠশালা! জলপাইগুড়ির তিস্তা পাড়ের বানভাসি ছাত্রছাত্রীদের জন‍্য বড় পদক্ষেপ
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
  • বিহার নির্বাচনের জন্য এনডিএ-এর আসন রফা চূড়ান্ত৷

  • নীতীশ কুমারের জেডিইউ-কে বাড়তি আসন ছাড়ল না বিজেপি৷

  • গুরুত্ব চিরাগ পাসওয়ানকে৷

VIEW MORE
advertisement
advertisement