Bangla News: বড়দিনের আগেই নতুন সাজে বাগডোগরা বিমানবন্দর! কী কী ব্যবস্থা থাকছে? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Bangla News: বাগডোগরায় তৈরি করা হচ্ছে নতুন আন্তর্জাতিক টার্মিনাল। নতুন বিমানবন্দরে থাকবে মাল্টিলেভেল পার্কিংয়েরও ব্যবস্থা।
শিলিগুড়ি: নতুন সাজে সেজে উঠবে বাগডোগরা বিমানবন্দর। মূলত শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ায় দিনের পর দিন গুরুত্ব বেড়েই চলেছে বাগডোগরা বিমানবন্দরের। এ বার এই বিমান বন্দরের নতুন সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ শুরু হতে চলেছে। সম্প্রতি একটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বড়দিনের আগেই কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে।
বিমানবন্দর সূত্রের খবর, গত সেপ্টেম্বরে ১০৪ একরের মতো জমি অধিগ্রহণ এবং সমীক্ষার করে প্রথম পর্যায়ের ৯৫০.৪৫ কোটি টাকার নতুন টার্মিনাল ভবনের পরিকাঠামো উন্নয়নের টেন্ডার করা হয়েছে। প্রায় এক লক্ষ বর্গমিটারের নতুন টার্মিনাল ভবন এবং আধুনিক পরিকাঠামো তৈরি হবে। ২০২২ সালে এপ্রিল মাসে ‘এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’ প্রথম বাগডোগরার নতুন বিমানবন্দরের নকশা এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেশের তো বটেই, এশিয়ার নামকরা একটি সংস্থাকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়। কাজের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২০২৬ সালের পুজোর আগে।
advertisement
আরও পড়ুনঃ শীতের ছুটিতে ডে আউটের প্ল্যান? কলকাতার খুব কাছে হুগলির এই ৬ স্পট অবশ্যই ঘুরে আসুন
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক বাগডোগরার জন্য ১,৮৮৪ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে। এই টেন্ডারে প্রথম পর্যায়ে ৯৫০.৪৫ কোটি টাকার বরাদ্দের টেন্ডার হয়েছে। তৈরি করা হচ্ছে নতুন আন্তর্জাতিক টার্মিনাল। নতুন বিমানবন্দরে থাকবে মাল্টিলেভেল পার্কিংয়েরও ব্যবস্থা।এছাড়াও ১০ টি এরো ব্রিজ এবং ১৬ টি বিমান পার্কিংয়ের ব্যবস্থা।
advertisement
advertisement
বিমানবন্দর সূত্রের খবর, দেশের অন্যতম চারটি বড় সংস্থা কাজে আগ্রহ প্রকাশ করেছে। টেন্ডারে সর্বনিম্ন দর রাখার সংস্থার পরিকাঠামো, কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা যাচাই সংক্রান্ত নথিপত্র পরীক্ষা হবে। শেষে, দিল্লি ও কলকাতার অনুমোদনে সংস্থা নিয়োগ করে ডিসেম্বরই কাজ শুরু হয়ে যাবে বলে আশাবাদী বিমানবন্দর কর্তৃপক্ষ। উল্লেখ্য, বর্তমানে বাগডোগরা বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল দিয়ে প্রতিদিন ৩৬টি বিমান চলাচল করে। এতে প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ হাজার যাত্রী ওই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে ৷ এর মধ্যে উত্তরবঙ্গে আসা পর্যটকদের একটা বড় অংশ নির্ভর করে এই বাগডোগরা বিমানবন্দরের ওপর।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2023 6:10 PM IST