Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরে রানওয়েতে ফের ফাটল ! বন্ধ উড়ান পরিষেবা, চরম হয়রানি যাত্রীদের

Last Updated:

Bagdogra Airport Runway: স্বভাবতই চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ চলছে।

Bagdogra Airport
Bagdogra Airport
শিলিগুড়ি: ফের বাগডোগরা বিমানবন্দরে রানওয়েতে ফাটল! বন্ধ উড়ান পরিষেবা ৷ আজ, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বন্ধ হয় পরিষেবা। এদিন সকালের দিকে কয়েকটি বিমান ওঠানামা করেছিল। স্বভাবতই চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ চলছে। বেশ কয়েক জায়গায় ফাটল ধরা পড়েছে বলে সূত্রের খবর। বিকেল চারটের আগে পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এর আগে গত ১৫ মার্চ দিনভর ফাটলের জেরে দিনভর বন্ধ ছিল উড়ান পরিষেবা (Bagdogra Airport) ৷
বস্তুত, পূর্বেই নির্ধারন করা হয়েছিল যে রানওয়ে (Bagdogra Airport Runway) সংস্কারের জন্য ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। কিন্তু তার আগেই হঠাৎ করে এই বিপত্তি। এদিকে, একের পর এক বিমান বাতিলের জেরে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।  বিকল্প উপায় না থাকার কারণে চিন্তায় পড়ে যান তাঁরা।
advertisement
advertisement
এদিকে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টানা ১৫ দিন বন্ধ থাকবে বিমানবন্দর। বর্তমানে বিমান চলাচলের উপরেও নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে। বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর, বিমানবন্দরের রানওয়ে সংস্কারের কাজ চলছে। ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত রানওয়েতে কাজ চলবে। ফলে সেই কয়েকদিন রানওয়ে সম্পূর্ণ বন্ধ থাকবে। ২৬ এপ্রিল রানওয়ে খোলা হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরে রানওয়েতে ফের ফাটল ! বন্ধ উড়ান পরিষেবা, চরম হয়রানি যাত্রীদের
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement