Bengal Polls 2021 : স্লোগান 'গরিবের বন্ধু', দূরবীন চিহ্নে অধরা স্বপ্ন পূরণ করতে মরিয়া রায়গঞ্জের অটোচালক মঞ্জু

Last Updated:

আট দফার বিধানসভা নির্বাচনের চার দফা শেষ। বাকি আরও চার। তার আগে জোরকদমে চলছে প্রচার।

আর কিছু নয়, মঞ্জুর স্বপ্ন নির্বাচনে জয়ী হয়ে গরীব মানুষের সেবা করা। দারিদ্রের সংসারে অটো চালিয়েই সংসার চালান মঞ্জু। তাই ছোট থেকেই চিনেছেন এই শব্দটাকে। তাঁর কথায় , রায়গঞ্জ থেকে বিধানসভায় বহু রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা প্রতিনিধিত্ব করলেও রায়গঞ্জের বাসিন্দা, সর্বোপরি ওই এলাকার দুঃস্থ-গরিব মানুষদের কোনও উন্নতি হয়নি। তাই এবার ‘গরীবের বন্ধু’ হয়ে নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন তিনি।
advertisement
রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা মঞ্জু। নিয়মিত রায়গঞ্জ-কর্নজোড়া রুটে অটোরিকশা চালান তিনি। নিজের অটোতেই প্রচারের ব্যানার লাগিয়ে এলাকাবাসীকে অনুরোধ করছেন এবারের বিধানসভা নির্বাচনে তাঁকে 'দূরবীন' চিহ্নে ভোট দিয়ে জয়ী করার জন্যে। মঞ্জুর লক্ষ্য রায়গঞ্জের মতো শহরে উন্নততর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। রায়গঞ্জে একটি মহিলা কলেজও তৈরী করতে চান পেশায় অটোচালক মঞ্জু।
advertisement
advertisement
আর পাঁচজন প্রার্থীর মত তাঁর হয়ে প্রচার চালানোর লোক নেই বিশেষ। তাই নিজেই নিয়েছেন সেই দায়িত্ব। অটোয় ওঠা যাত্রীদের কাছে প্রচার চালাচ্ছেন তিনি। এলাকার গরীব মানুষের প্রতিনিধি হিসেবে, তাঁদের উন্নতির স্বার্থে বিধানসভা নির্বাচনে জয়লাভ করার স্বপ্ন দেখছেন মঞ্জু। আগামী ২২ শে এপ্রিল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন। মঞ্জুর এই ‘গরীবের বন্ধু’ স্লোগান ঠিক কতটা প্রভাব ফেলবে ভোটবাক্সে, তা অবশ্য বলা কঠিন। তবে আমফান, করোনা, পরিযায়ী শ্রমিক, কর্ম সংস্থান ইস্যুতে জেরবার বাংলায় তাঁর এই স্লোগান যে আলাদা অর্থ এনে দেয় ভোটের ময়দানে সে কথা বলাই বাহুল্য।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal Polls 2021 : স্লোগান 'গরিবের বন্ধু', দূরবীন চিহ্নে অধরা স্বপ্ন পূরণ করতে মরিয়া রায়গঞ্জের অটোচালক মঞ্জু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement