SBI ATM loot: এটিএম ভাঙছিল কিছু যুবক, হঠাৎ ফোন এল পুলিশের কাছে! বাঁচল রানীনগরের এটিএম, গ্রেফতার দুস্কৃতীরা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এসবিআইয়ের মুম্বই আইটি বিভাগ অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে জলপাইগুড়ির রানিনগরে তাদের কোন এটিএম লুট হচ্ছে সেই খবর আগাম পেয়ে যাওয়ায় এটিএম লুঠের ঘটনা রুখে দিল জলপাইগুড়ি পুলিশ।
জলপাইগুড়ি: এসবিআইয়ের মুম্বাই আইটি বিভাগ অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে জলপাইগুড়িতে রানিনগরে তাদের কোন এটিএম লুঠ হচ্ছে সেই খবর আগাম পেয়ে যাওয়ায় এটিএম লুঠের ঘটনা রুখে দিল জলপাইগুড়ি পুলিশ।
এবার ব্যাঙ্কের সহায়তায় জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ রুখে দিল এস বি আই য়ের রানীনগরের এক এ টি এম লুঠের ঘটনা। রানীনগর বিএসএফ ক্যাম্পের প্রধান গেটের সামনে ব্যাংকের এ টি এম লুঠ করার খবর সংশ্লিষ্ট ব্যাংকের মুম্বই অফিস থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয়। সঙ্গে সঙ্গে কোতোয়ালি পুলিশের মোবাইল টীম ঘটনাস্থলে যায়। দুজনকে আটক করেছে পুলিশ।
advertisement
advertisement
এটিএমে কিছু ক্ষতি করেছে দুষ্কৃতিরা। সংখ্যায় ২ জন ছিল দুষ্কৃতী। চলতি মাসে ভিন রাজ্যের আন্ত রাজ্য এ টি এম লুঠ গ্যাং ময়নাগুড়িতে ২ টি এ টি এম গ্যাস কাটার দিয়ে কেটে ৫৪ লক্ষ টাকা লুঠ করেছিল। সেইসময় অভিযুক্ত ৫ জনের মধ্যে ৪ জন ভিন রাজ্যের দুষ্কৃতীকে পুলিশ গ্ৰেফতার করেছিল। কিছু টাকা, গাড়ি উদ্ধার হয়েছিলএবার সঠিক সময়ে খবর পেয়ে পুলিশ রুখে দিল রানীনগরের এ টি এম লুঠের ঘটনা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায়।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 28, 2025 7:19 PM IST

