উত্তরবঙ্গে বিজেপির কাছে সাফ তৃণমূল, দেখে নিন ৫৬ বিধানসভার ফল কী বলছে

Last Updated:
উত্তরবঙ্গে হাসছে বিজেপি। সাফ ঘাসফুল। লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তরবঙ্গে ৫৬টি বিধানসভা আসনের মধ্যে ৪১ টিতেই পিছিয়ে তৃণমূল। ৩৭ টিতে এক নম্বরে বিজেপি।
এই লোকসভা ভোটের ফলের নিরিখে বিধানসভা আসনে কে কোথায় দাঁড়িয়ে? ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে
Photo: News18 Bangla Photo: News18 Bangla
advertisement
উত্তরবঙ্গে ৮ লোকসভার যে ৫৬টি বিধানসভা আসন, তার মধ্যে ৪১টিতেই পিছিয়ে তৃণমূল
৩৭টিতেই এগিয়ে বিজেপি
৪টিতে এগিয়ে কংগ্রেস
মাত্র ১৫টিতে এগিয়ে তৃণমূল
advertisement
এবারের লোকসভা ভোটে বিজেপির টার্গেটই ছিল বাংলা। নরেন্দ্র মোদি-অমিত সাহের সেই টার্গেট বাংলা সফল হওয়ার পিছনে বড় হাত উত্তরবঙ্গের।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা আসনেই লিড নিয়েছে বিজেপি
কোচবিহারের ৫টি আসনে এগিয়ে বিজেপি, ২টিতে তৃণমূল
জলপাইগুড়ির ৬টি বিধানসভা আসনে এগিয়ে বিজেপি, ১টিতে তৃণমূল
রায়গঞ্জে ৪টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে, ৩টিতে এগিয়ে তৃণমূল
advertisement
দার্জিলিঙের ৬টি বিধানসভা আসনে এগিয়ে পদ্ম, ১টিতে ঘাসফুল
বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে ৩টি বিধানসভা আসনে এগিয়ে বিজেপি, ৪টিতে তৃণমূল
মালদহ উত্তরে ৩টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, বাকি ৪টিতে তৃণমূল
মালদহ দক্ষিণের ৭টি বিধানসভা আসনেই পিছিয়ে তৃণমূল, ৪টিতে লিড কংগ্রেসের, তিনটিতে বিজেপি, ৪টি আসনে তৃণমূল দ্বিতীয়
বালুরঘাট ও মালদহ উত্তরে তৃণমূল বিজেপির থেকে বেশি বিধানসভা আসনে লিড নিয়েছে। কিন্তু, তা সত্ত্বেও দুটি লোকসভা কেন্দ্রই জিতেছে বিজেপি।
advertisement
কারণ,বালুরঘাটে চারটি আসনে তৃণমূলের লিড ৫১ হাজার ৬৫৬
সেখানে তিনটি আসনেই বিজেপির লিড ৮৪ হাজার ৩২
একই ছবি মালদাতেও। এখানেও তৃণমূল চারটি বিধানসভা আসনে লিড নিয়েছে। কিন্তু, এই চারটিতে তারা যা লিড নিয়েছে, তা তিনটি বিধানসভা আসনে লিড নিয়েই টপকে গেছে বিজেপি। বিজেপির এতটাই বাড়বাড়ন্ত যে এবার উত্তরবঙ্গে তৃণমূলের হেভিওয়েটদের বিধানসবা আসনেও টেক্কা দিয়েছে গেরুয়া শিবির।
advertisement
News18 Bangla News18 Bangla
কোচবিহারে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্র নাটাবাড়িতেই পিছিয়ে তাঁর দল। বিজেপি এগিয়ে ১৮ হাজার ৫২৫ ভোটে৷
এই জেলার আরেক তৃণমূল বিধায়ক, উদয়ন গুহের বিধানসভা কেন্দ্র দিনহাটাতেও পিছিয়ে তৃণমূল। বিজেপির এখান থেকে লিড ১৫ হাজার ৫৩৯ ভোটের।
advertisement
জলপাইগুড়িতে তৃণমূলের আরেক মন্ত্রী গৌতম দেবের কেন্দ্রেও বিপুল ভোটের লিড নিয়েছে বিজেপি। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে বিজেপির লিড ৮৬ হাজার ১১৭ ভোটের।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিয়ে আসা ছিল কংগ্রেসের। ২০১৬ সালে রায়গঞ্জ বিধানসভা আসনটি জেতে কংগ্রেস। তাদের প্রার্থী মোহিত সেনগুপ্ত পান ৮৭ হাজার ৯৮৩টি ভোট। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সেই রায়গঞ্জ বিধানসভা আসনে এবার কংগ্রেসের দীপা দাশমুন্সি পেয়েছেন মাত্র ৯ হাজার ৭৫৫টি ভোট।
advertisement
অনেকে বলছেন, উত্তরে বিজেপির এই জয়জয়কারের পিছনেও রয়েছে সেই মোদি-ম্যাজিক। শিলিগুড়িতে মোদির সভাই সুর বেঁধে দিয়েছিল। বাড়তি অক্সিজেন দিয়েছিল গেরুয়া শিবিরকে। যার জেরে দার্জিলিঙের ৬টি বিধানসভা আসনেই তৃণমূলকে পিছনে ফেলে এক নম্বরে পদ্ম।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উত্তরবঙ্গে বিজেপির কাছে সাফ তৃণমূল, দেখে নিন ৫৬ বিধানসভার ফল কী বলছে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement