অসমের কয়লা খনির অন্ধকূপ থেকে ছেলে কি আদৌ ফিরবে বাড়ি? চিন্তায় ফালাকাটার সঞ্জিতের পরিবার!

Last Updated:

Assam Coal mine: অসম-মেঘালয় সীমানার হাফলঙের কাছে অসমের উমরাংশো কয়লা খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে নেমে আটকে পড়েন ৪০ শ্রমিক। যাঁদের মধ্যে একজন আলিপুদুয়ার জেলার ফালাকাটা-২ গ্রাম পঞ্চায়েতের রাইচেঙ্গার সঞ্জিত সরকার।

+
খনি

খনি থেকে কয়লা তুলতে প্রায় ১০০ ফুট গভীরে খনিগর্ভে নামেন ওই শ্রমিকরা। হঠাৎই খনিগর্ভে অন্ধকূপে প্রবল জলস্ফীতি শুরু হয়। সেই সময় পাঁচজন শ্রমিক গুরুতর জখম অবস্থায় কোনওভাবে উঠে এলেও বাকি ৩৫ জন আটকে পড়েন খনিগর্ভে। যারজন্য সঞ্জিতের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারছে না তাঁর পরিবার। ছেলের খোঁজ না পেয়ে অসমের ওই কয়লা খনির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শ্রমিকের বৃদ্ধ বাবা কৃষ্ণপদ সরকার।

আলিপুরদুয়ার: প্রায় এক সপ্তাহ হল ছেলে নিখোঁজের খবর শুনেছেন। ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছে কী না? জানেনা তার পরিবারের সদস্যরা। অসমের কয়লাখনিতে আটকে থাকা সঞ্জিত রায়কে নিয়ে চিন্তিত ফালাকাটাবাসী।
অসম-মেঘালয় সীমানার হাফলঙের কাছে অসমের উমরাংশো কয়লা খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে নেমেছিলেন চল্লিশ জন শ্রমিক। সেখানেই আটকে পড়েন কমপক্ষে ৩৫ জন শ্রমিক। যাঁদের মধ্যে একজন আলিপুদুয়ার জেলার ফালাকাটা-২ গ্রাম পঞ্চায়েতের রাইচেঙ্গার সঞ্জিত সরকার। তিনিই বাড়ির একমাত্র রোজগেরে সদস্য। মাত্র ২০ দিন আগেই ছুটি কাটিয়ে ফের কয়লা খননের কাজে যোগ দিতে গিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
জানা গিয়েছে, খনি থেকে কয়লা তুলতে প্রায় ১০০ ফুট গভীরে খনিগর্ভে নামেন ওই শ্রমিকরা। হঠাৎই খনিগর্ভে অন্ধকূপে প্রবল জলস্ফীতি শুরু হয়। সেই সময় পাঁচজন শ্রমিক গুরুতর জখম অবস্থায় কোনওভাবে উঠে এলেও বাকি ৩৫ জন আটকে পড়েন খনিগর্ভে। যার জন্য সঞ্জিতের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারছে না তাঁর পরিবার। ছেলের খোঁজ না পেয়ে অসমের ওই কয়লা খনির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শ্রমিকের বৃদ্ধ বাবা কৃষ্ণপদ সরকার।
advertisement
এদিকে, খনিতে শ্রমিকদের আটকে পড়ার কথা জানাজানি হতেই চিন্তায় রেইচেঙ্গার বাসিন্দা সহ ফালাকাটাবাসী।সঞ্জিতের স্ত্রী টুম্পা সরকার ঠিক মত কথা বলতে পারছেন না। স্বামীকে আদৌ জীবিত দেখতে পারবেন কী না? সেই নিয়ে দেখা গিয়েছে উৎকণ্ঠা।আত্মীয় পরিজনরা চলে এসেছেন সঞ্জিতের বাড়িতে।
advertisement
কাঁদতে কাঁদতে দুচোখের পাতা এক করতে পারছেন না সঞ্জিতের মা। ঠাকুর ঘরে কখনও আবার কখনও দরজার সামনে বসে রয়েছেন তিনি।
অনন্যা দে 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অসমের কয়লা খনির অন্ধকূপ থেকে ছেলে কি আদৌ ফিরবে বাড়ি? চিন্তায় ফালাকাটার সঞ্জিতের পরিবার!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement