নাম বাদ গেলে গুলি করব! আবাস যোজনার স্কুটিনিতে নেমে হুমকির মুখে আশাকর্মীরা

Last Updated:

প্রশাসনের নির্দেশে মালদহ জেলার বিভিন্ন ব্লকে আবাস যোজনায় ঘর প্রাপকদের প্রাথমিক তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের।

#মালদহ: আবাস যোজনার উপভোক্তাদের কাছে তদন্তে গিয়ে খুনের হুমকির মুখে আশা কর্মীরা। তালিকা থেকে নাম পড়লে গুলি করে খুনের হুমকি মানিকচকের এক আশা কর্মীকে। দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে আরও একাধিক আশা কর্মীকে। সমীক্ষায় বেরিয়ে এমন ভয়াবহ অভিজ্ঞতা হওয়ায় কাজ বন্ধ করে দিয়ে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য বিভাগের দারস্থ মানিকচকের ব্লক এলাকার আশা কর্মীরা।
প্রাণভয়ে আবাস যোজনার স্কুটিনির এই কাজ আর করতে নারাজ আশাকর্মীরা। বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়ে নিজেদের এমনই অবস্থান স্পষ্ট করলেন মানিকচকের আশা কর্মীরা। তবে শুধু মানিকচক নয়, মালদহের একাধিক ব্লকে এমনই অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে বলে দাবি তুলে ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি জমা করেছেন রতুয়া চাচোল পুরাতন মালদহসহ একাধিক ব্লকের আশা কর্মীরা।
advertisement
প্রশাসনের নির্দেশে মালদহ জেলার বিভিন্ন ব্লকে আবাস যোজনায় ঘর প্রাপকদের প্রাথমিক তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের।মঙ্গলবার একদল আশা কর্মী মানিকচক ব্লকের বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হন।
advertisement
তাঁদের দাবি, এই আবাস যোজনার স্কুটিনির দায়িত্ব যাতে না দেওয়া হয়। আবাস যোজনায় ঘর প্রাপকদের প্রাথমিক তালিকায় এমন অনেক পরিবার রয়েছে, যাদের নিজস্ব দোতলা বা তিনতলা পাকা বাড়ি রয়েছে। কারোর মোটরবাইক বা চার চাকার গাড়ি রয়েছে। কারোর বাড়িতে রয়েছে একাধিক চাকুরে। এরপরেও আবাস যোজনার প্রাথমিক তালিকায় ঠাঁই পেয়েছে তারা।
advertisement
পঞ্চায়েতের মাধ্যমে টাকা দিয়ে নাম তোলা হয়েছে বলেও অভিযোগ তাদের বিরুদ্ধে। এই অবস্থায় সমীক্ষার পর তালিকা থেকে বাদ নাম গেলে দেখে নেওয়া হবে, এমনকি গুলি করারও হুমকি দেওয়া হচ্ছে। গোটা ঘটনাই আশা কর্মীরা প্রাণ সংশয়ে রয়েছেন।
advertisement
এই অবস্থায় অবিলম্বে সমীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির দাবিও করা হয়েছে। এদিন প্রায় একই অভিযোগ মালদহের আরও একাধিক ব্লকে আশাকর্মীদের। যদিও এনিয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রশাসন।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নাম বাদ গেলে গুলি করব! আবাস যোজনার স্কুটিনিতে নেমে হুমকির মুখে আশাকর্মীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement