আশঙ্কাই সত্যি হল? দামোদরের জলে তাকাতেই চোখ কপালে উঠল সকলের

Last Updated:

সবে ভিন দেশের পাখিদের আসা শুরু হয়েছে। আর এরই মধ্যে একাধিক পরিযায়ী পাখির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#বর্ধমান: আশঙ্কাই কি সত্যি হল। পাখিপ্রেমীদের সন্দেহ, চোরা শিকারিদের নজরে পরিযায়ী পাখিরা। শীতের শুরুতেই বর্ধমানের পাল্লারোড থেকে ইদিলপুর পর্যন্ত দামোদরে ব্যাপকভাবে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। একটি পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে দামোদরের বিভিন্ন এলাকায় পরিযায়ী পাখিরা কী অবস্থায় আছে, তা দেখার জন্য পর্যবেক্ষণে গিয়েছিল।
তাঁরা দেখেন, বৈকুণ্ঠপুর-২ পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় নদীর জলে বেশ কয়েকটি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি মৃত অবস্থায় পড়ে রয়েছে।এই ঘটনায় সংস্থার কর্মীরা প্রথমে বিচলিত হয়ে পড়েন। পরে তাঁরা মৃত পাখিগুলোকে জল থেকে উদ্ধার করে নিয়ে আসেন। কী কারণে বা কীভাবে পাখিগুলো মারা গেছে, তার কারণ অনুসন্ধানের জন্য তাঁরা পাখিগুলোকে বনদফতরের হাতে ময়না তদন্তের জন্য তুলে দিয়েছে।
advertisement
বন দফতরের আধিকারিক তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের ঘটনা কোনও ভাবেই পরিবেশের জন্য কাম্য নয়। আমরা মৃত পাখিগুলোর ময়না তদন্ত করাব। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে।
advertisement
advertisement
অন্যদিকে পশুপ্রেমী সংস্থা বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার অর্ণব দাস বলেন,  কী কারণে এবং কীভাবে এতগুলো পাখি একই জায়গায় আচমকা মারা গেল, তা নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন। ময়না তদন্ত করার জন্য মৃত পাখিগুলো উদ্ধার করে ইতিমধ্যেই বন দফতরের হাতে তুলে দিয়েছি।
আরও পড়ুন, টার্গেট গ্রামের যুবতীরা, সঙ্গী ছিল মা ও বোন, যুবকের কীর্তি জানলে চমকে উঠবেন
advertisement
সবে ভিন দেশের পাখিদের আসা শুরু হয়েছে। আর এরই মধ্যে একাধিক পরিযায়ী পাখির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। চোরা শিকারিদের জন্যই পাখি গুলির মৃত্যু হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রাই।
তবে এরই মধ্যে অনেকে জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার জেরেও এই পাখিগুলির মৃত্যু হতে পারে। মৃত পাখিগুলোর মধ্যে রয়েছে একটি রিভার ল্যাপ উইং, ২ টি পন্ড হেরণ বা দেশীয় বক, ২ টি রুডি শেল ডাক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আশঙ্কাই সত্যি হল? দামোদরের জলে তাকাতেই চোখ কপালে উঠল সকলের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement