পাহাড়ে মৃত্যু মিছিল, সোমবারেই শিলিগুড়িতে মমতা! আটক পর্যটকদের ফিরিয়ে আনার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Last Updated:

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সিকিম। একটানা মুষলধারে বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়। এর মধ্যেই আগামিকাল শিলিগুড়ি রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামিকাল শিলিগুড়ি রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী
আগামিকাল শিলিগুড়ি রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী
কলকাতা: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সিকিম। একটানা মুষলধারে বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়। জানা গিয়েছে মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত এক শিশু সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এর মধ্যেই আগামিকাল শিলিগুড়ি রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি জানান, আগামিকাল বেলা তিনটে নাগাদ শিলিগুড়ি পৌঁছাবেন। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে পাঁচ জেলাশাসকদের নিয়ে আপৎকালীন বৈঠক করেছেন তিনি।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কড়া নজরদারি শুরু করেছে নবান্ন। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে নজরদারি শুরু করলেন খোদ রাজ্যে মুখ্য সচিব-সহ একাধিক শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ অর্থাৎ রবিবারেই রওনা হয়েছেন সিনিয়র আইএএস অফিসারদের একটি বিশেষ দল । জানা গিয়েছে, বিপর্যয়ের এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিবের নেতৃত্বে এই দল কাজ করবে। একইসঙ্গে কলকাতা থেকে পাঠানো হচ্ছে কৃষি দফতরের সচিব, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সহ একাধিক আধিকারিকদের। আজ দুপুরেই তারা উত্তরবঙ্গের জন্য রওনা হচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে মৃত্যু মিছিল, সোমবারেই শিলিগুড়িতে মমতা! আটক পর্যটকদের ফিরিয়ে আনার আশ্বাস মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement