Arijit Singh Concert in Siliguri: 'আশা করি আগামীতে এখানে আর এই ধরনের অনুষ্ঠান হবে না...' কনসার্টে এ কী বললেন অরিজিৎ
- Published by:Rachana Majumder
- local18
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
Arijit Singh Concert in Siliguri: অরিজিতের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন খেলোয়াড় ও ক্রিড়াকর্তারা
পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে গতকাল নিজের কনসার্টে যোগ দেওয়ার সময়ে মাঠ নিয়ে মেয়র গৌতম দেবের উপস্থিতিতেই কিছু কথা বললেন বিখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। হাততালিও পেলেন প্রচুর। তিনি জানান, আজ আমি যে মাঠে অনুষ্ঠান করছি। এখানে অনুষ্ঠান হওয়ার কথা নয়। এখানে খেলাধুলা হওয়া উচিৎ। এই মাঠের যত্ন নেওয়া আবশ্যিক। আশা করি আগামীতে এখানে আর এই ধরনের অনুষ্ঠান হবে না। অন্য কোনো মাঠে অনুষ্ঠান করা যেতে পারে। যেখানে কোনো অসুবিধে হবে না।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অরিজিতের কনসার্ট নিয়ে সরাসরি কেউ প্রশ্ন না তুললেও শহরের প্রাক্তন খেলোয়াড়দের বড় অংশ কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। একেই শহরে মাঠ নেই। নেই ক্রিকেটের জন্যে আলাদা কোনও মাঠ। ফুটবল এবং এথলেটিক্সের জন্যে ভরসা বলতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। সেই মাঠে কনসার্টের আয়োজন কেন? কেনই বা অনুষ্ঠান শুরুর কিছুক্ষন পর গ্যালারিতে দর্শকেরা বসে পড়লেন? গ্যালারিতে সংস্কারের কাজ চলছে। ঝুঁকি নিয়ে বসলেন কয়েকশো শ্রোতা। অথচ নীরব রইলো উদ্যোক্তা থেকে প্রশাসনিক কর্তারা। এনিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে 'বাহিনী' কাঁটা? ১ লক্ষ ৮০ হাজার পুলিশ মিলবে কী করে? চিন্তায় নির্বাচন কমিশন
কনসার্টের আয়োজন নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের সার্কিট বেঞ্চে জনস্বার্থ মামলাও করেছিলেন আইনজীবী অখিল বিশ্বাস। যদিও পরে তিনি তা প্রত্যাহার করে নেন।স্বাভাবিকভাবেই প্রাক্তন খেলোয়াড়েরা অরিজিতের বক্তব্যের সমর্থন জানিয়েছেন। তারাও চান কাঞ্চননঙ্ঘা স্টেডিয়ামে হোক খেলার আসর। অরিজিৎ সিং নিজেও বলেছেন, অনুষ্ঠান শেষে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। তবে এই মাঠে আর যেন সঙ্গীতের জলসা না বসে।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে 'বাহিনী' কাঁটা? ১ লক্ষ ৮০ হাজার পুলিশ মিলবে কী করে? চিন্তায় নির্বাচন কমিশন
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের একাধিক কর্তারাও সোশ্যাল মিডিয়ায় মাঠ নিয়ে সরব হয়েছেন। যদিও শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব জানান, 'এপ্রিলের পর থেকে মাঠে আর অন্য কোনো অনুষ্ঠান হবে না। অনুমতি দেবে না পুরসভা। শুধুমাত্র খেলার জন্যেই ব্যবহার করা হবে স্টেডিয়াম।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 8:31 PM IST