South Dinajpur News: শুধু বিষ্ণুপুর নয়, এই জেলাতেও রয়েছে টেরাকোটার মন্দির! জড়িয়ে আছে নানা কাহিনি, দেখে আসুন ছুটিতে

Last Updated:

South Dinajpur News: মন্দিরকে ঘিরেই পাশে গড়ে উঠেছিল দুর্গা মন্দির-সহ অনান্য দেবদেবীর মন্দির। তবে কালী মন্দির ও শিব মন্দির বাদে অন্য মন্দিরের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই এখন আর খুঁজে পাওয়া যায় না।

+
ছ'শো

ছ'শো বছরের প্রাচীন মন্দির

দক্ষিণ দিনাজপুর: ছ’শো বছরের প্রাচীন এই মায়ের পুজোয় একরাতেই হয় চক্ষুদান, পুজো এবং বিসর্জন। দক্ষিণ দিনাজপুরের তপনের ভিকাহারের এই মন্দিরবাসিনী মায়ের পুজোয় মেতে ওঠেন স্থানীয়রা। অনেকের বিশ্বাস, এটি জেলার সবচেয়ে উঁচু টেরাকোটার মন্দির।
কথিত আছে, স্থাপত্য বিলাসী পুরাকীর্তি প্রিয় দিনাজপুর রাজা প্রাণনাথ রায় মন্দিরটি প্রতিষ্ঠা করেন সপ্তদশ শতকের শেষের দিকে। কালের গ্রাসে মন্দিরটির অবস্থা জীর্ণপ্রায় দশাতে দাঁড়িয়ে আছে। মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার কারুকার্য লক্ষ্য করা যায়। মন্দিরের ভেতরে পূজিত হন একটি প্রস্তরখণ্ড মন্দিরবাসিনী রূপে। কেউ বলেন ভৈরবী, কেউ বলেন মহাকালীর মন্দির। স্থানীয়রা মন্দিরবাসিনী দেবী রূপে পুজা করেন।
advertisement
advertisement
এলাকার বাসিন্দা তথা পুজো কমিটির সদস্য জানান, প্রথা মেনে আজও মন্দিরবাসিনী মায়ের গায়ের রঙ ও চক্ষুদান হয় পুজোর রাতেই। পুজোর পরেই বিসর্জন দেওয়া হয় রাতের অন্ধকারে। জাগ্রত মা মন্দিরবাসিনী। এই মায়ের কাছে ভক্তরা যা মানত করেন তাই পুরণ হয়। এলাকা তো বটেই, জেলার সব প্রান্ত থেকে এখানে পুজো দিতে যান প্রচুর ভক্তবৃন্দগণ।
advertisement
মন্দিরকে ঘিরেই পাশে গড়ে উঠেছিল দুর্গা মন্দির-সহ অনান্য দেবদেবীর মন্দির। তবে কালী মন্দির ও শিব মন্দির বাদে অন্য মন্দিরের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই এখন আর খুঁজে পাওয়া যায় না। তবে দূরদূরান্ত থেকে আসা ভক্তদের বিশ্বাস ও ভক্তিতে এতটুকুও চিড় ধরেনি।
প্রাচীন এই টেরাকোটার মন্দির আজ ধ্বংসপ্রাপ্ত। মন্দিরগুলির দেওয়ালের কিছু খিলানে কুলঙ্গি রয়েছে। কিন্তু বট গাছের দাপটে মন্দিরের অস্তিত্ব আজ বিপন্ন। বছরের পর বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু দীর্ঘ দিন কোনও সংস্কার হয়নি টেরাকোটার এই মন্দির। ধীরে ধীরে ভগ্নদশায় পরিণত হচ্ছে ঐতিহ্যবাহী ভিকাহারের মন্দিরবাসিনী মন্দির।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: শুধু বিষ্ণুপুর নয়, এই জেলাতেও রয়েছে টেরাকোটার মন্দির! জড়িয়ে আছে নানা কাহিনি, দেখে আসুন ছুটিতে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement