তৃণমূল নেতার যোগদান নিয়ে কৈলাসের সভায় কেলেঙ্কারি|| বিজেপি কর্মীদের বিক্ষোভে এলাকা ত্যাগ

Last Updated:

পরিস্থিতি প্রতিকূল দেখে সভা থেকে মাঝপথেই এলাকা ছাড়েন কৈলাস বিজয়বর্গীয়-সহ বিজেপির একাধিক পদস্থ নেতা।

মালদহ: কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতেই বিজেপির যোগদান পর্ব মাঠে মারা গেল। দলীয় কর্মীদের বিক্ষোভে কার্যত বন্ধ হয়ে গেল যোগদান পর্ব। পুরাতন মালদহ পুরসভার বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের ওয়ার্ড কডিনেটরকে বিজেপিতে যোগদান মেনে নিতে পারেননি পুরনো কর্মীরা। সেই কর্মী বিক্ষোভের জেরেই যোগদান পর্ব স্থগিত ঘোষণা করেন দলীয় নেতৃত্ব।পরিস্থিতি প্রতিকূল দেখে সভা থেকে মাঝপথেই এলাকা ছাড়েন কৈলাস বিজয়বর্গীয়-সহ বিজেপির একাধিক পদস্থ নেতা।
শনিবার সন্ধ্যায় পুরাতন মালদহের মঙ্গলবাড়ী পালপাড়া ধানহাটিতে বিজেপির সর্বভারতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীর চায়-পে চর্চার কর্মসূচি ছিল। উপস্থিতি দেখে বেশ ভালো মেজাজেই ছিলেন বিজেপির নেতৃত্ব। সুষ্ঠু ভাবেই চলছিল কর্মসূচি। উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কৈলাস বিজয়বর্গীয়। এরই মধ্যে বিজেপি নেতা সায়ন্তন বসু মাইকে ঘোষণা করেন, পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর নৃপেন পাল যোগ দিচ্ছেন বিজেপিতে। এরপর তাঁর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেওয়ার আগেই উপস্থিত কর্মীদের মধ্যে বিক্ষোভ ছড়ায়।
advertisement
তৃণমূলের ওই প্রাক্তন কাউন্সিলর নৃপেন পালকে বিজেপিতে যোগদান করানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে গোলমাল বেঁধে যায়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন উপস্থিত মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু-সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু এরপরেও দলীয় কর্মীদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আসেনি। চায় পে চর্চা ভণ্ডুল হয়ে যায়। ওই এলাকারই বিজেপির কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। তাঁরা দাবি তোলেন, ওই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরকে দলে কোনমতেই নেওয়া যাবে না। কারণ বহু গরিব মানুষদের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর কাটমানি খেয়েছেন। এইসব দুর্নীতিবাজ নেতাকে কোনমতেই বিজেপির ঘরে নেওয়া যাবে না। অবশেষে বিজেপির নেতা তথা উত্তরবঙ্গের আহ্বায়ক শ্যামচাঁদ ঘোষ পরিস্থিতি বেগতিক দেখে হাতে মাইক্রোফোন ধরে এই যোগদান পর্ব স্থগিত রাখেন।
advertisement
advertisement
উল্লেখ্য ১৯ নম্বর ওয়ার্ডে ২০১৫ সালে পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটে জেতেন। এরপর তিনি যোগ দিয়েছিলেন তৃণমূল শিবিরে। যদিও এদিন এর যোগদান পর্ব ভুন্ডুল হওয়া নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি বিজেপি নেতৃত্ব। অন্যদিকে বেকায়দায় পড়েছেন বিজেপিতে যোগ দিতে আসা বিদায়ী তৃণমূল কাউন্সিলর নৃপেন পাল। বিজেপিতে যোগদান ছাড়াই তাঁকে ফিরে যেতে হয়। যদিও বিজেপি সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনা দলীয় স্তরে খতিয়ে দেখা হবে।
advertisement
-সেবক দেবশর্মা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তৃণমূল নেতার যোগদান নিয়ে কৈলাসের সভায় কেলেঙ্কারি|| বিজেপি কর্মীদের বিক্ষোভে এলাকা ত্যাগ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement