Jalpaiguri News: ভয়ঙ্কর! জঙ্গল ঘেঁষা গ্রামে ওটা কী! সাতসকালে জমিতে গিয়ে চমকে উঠলেন গ্রামবাসীরা, তারপর...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: হাতির মৃতদেহ দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। অপর দিকে ঘটনার খবর পেয়েই পৌঁছে যায় বন বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকেরা।
জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বৈকুণ্ঠপুর বনাঞ্চল এলাকার মানতাধারি গ্রাম পঞ্চায়েত ভালবাসা মোড় গ্রামে ধান ক্ষেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় একটি হাতিকে।
হাতির মৃতদেহ দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। অপর দিকে ঘটনার খবর পেয়েই পৌঁছে যায় বন বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকেরা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে বলে জানান সি সি এফ বন্যপ্রাণ বিভাগ উত্তরবঙ্গ।
advertisement
advertisement
এলাকার স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাস বলেন, কীভাবে মৃত্যু হল তাদের জানা নেই কিন্তু মাঝেমধ্যেই চলে আসে তাদের ধানক্ষেতের মধ্যে হাতির দল কিন্তু হঠাৎ ভোরবেলায় যখন ধান ক্ষেতে আসি সেই সময় দেখতে পাই হাতির মৃতদেহ পড়ে রয়েছে ধানক্ষেতের মধ্যে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2024 4:20 PM IST