বন্যার জলে নিখোঁজ ২! এলাকা পরিদর্শনে গিয়ে পরিবারের সঙ্গে কথা সাংসদের, দিলেন বড় আশ্বাস

Last Updated:

North Bengal Disaster: কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকা জলঢাকা নদীর জলে প্লাবিত হয়েছিল। আজ সেই জায়গা পরিদর্শনে যান কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া
কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ উৎসবের মরশুমে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ। আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, উত্তরের নানা জেলায় বিপর্যয়ের ছাপ স্পষ্ট। কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকা যেমন জলঢাকা নদীর জলে প্লাবিত হয়েছিল। এদিন সেই এলাকা পরিদর্শন করতে যান কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
এদিকে গতকাল বন্যার জলে নিখোঁজ হয়েছিলেন এক শিশু ও এক ব্যক্তি। আজ এলাকা পরিদর্শনের পাশাপাশি তাঁদের বাড়ি যান সাংসদ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়ার হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা! হাওড়ার কিশোর শিল্পীর বানানো মূর্তির বিশাল ডিম্যান্ড, নিজের চোখেই হাতের কাজ দেখুন
প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তরবঙ্গের নানা প্রান্তে বিপর্যয়ের ছাপ। কোথায় বাঁধ ভেঙেছে, কোথাও অস্থায়ী রাস্তা ভেঙেছে, কোথাও আবার টুরিস্ট লজের ভিতর ঢুকেছে জল।
advertisement
advertisement
এই দুর্যোগের জেরে যেমন ফালাকাটা ও আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ ফের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চরতোর্ষা ডাইভারশন ভেঙে গিয়েছে। ফলে কোচবিহার হয়ে ১৫ কিলোমিটার ঘুরে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এর জেরে নিত্যযাত্রীদের চাপ বেড়েছে। বহু মানুষ ফালাকাটায় কাজে যাওয়ার জন্য বের হন। তাঁদেরও এই সমস্যার জন্য ফিরে যেতে হয়। ফলে এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বন্যার জলে নিখোঁজ ২! এলাকা পরিদর্শনে গিয়ে পরিবারের সঙ্গে কথা সাংসদের, দিলেন বড় আশ্বাস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement