বন্যার জলে নিখোঁজ ২! এলাকা পরিদর্শনে গিয়ে পরিবারের সঙ্গে কথা সাংসদের, দিলেন বড় আশ্বাস
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
North Bengal Disaster: কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকা জলঢাকা নদীর জলে প্লাবিত হয়েছিল। আজ সেই জায়গা পরিদর্শনে যান কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ উৎসবের মরশুমে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ। আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, উত্তরের নানা জেলায় বিপর্যয়ের ছাপ স্পষ্ট। কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকা যেমন জলঢাকা নদীর জলে প্লাবিত হয়েছিল। এদিন সেই এলাকা পরিদর্শন করতে যান কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
এদিকে গতকাল বন্যার জলে নিখোঁজ হয়েছিলেন এক শিশু ও এক ব্যক্তি। আজ এলাকা পরিদর্শনের পাশাপাশি তাঁদের বাড়ি যান সাংসদ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়ার হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা! হাওড়ার কিশোর শিল্পীর বানানো মূর্তির বিশাল ডিম্যান্ড, নিজের চোখেই হাতের কাজ দেখুন
প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তরবঙ্গের নানা প্রান্তে বিপর্যয়ের ছাপ। কোথায় বাঁধ ভেঙেছে, কোথাও অস্থায়ী রাস্তা ভেঙেছে, কোথাও আবার টুরিস্ট লজের ভিতর ঢুকেছে জল।
advertisement
advertisement
এই দুর্যোগের জেরে যেমন ফালাকাটা ও আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ ফের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চরতোর্ষা ডাইভারশন ভেঙে গিয়েছে। ফলে কোচবিহার হয়ে ১৫ কিলোমিটার ঘুরে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এর জেরে নিত্যযাত্রীদের চাপ বেড়েছে। বহু মানুষ ফালাকাটায় কাজে যাওয়ার জন্য বের হন। তাঁদেরও এই সমস্যার জন্য ফিরে যেতে হয়। ফলে এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
October 06, 2025 8:48 PM IST