Viral Paan: পানের মধ‍্যে আমের স্বাদ! এই পান খেতেই দোকানে লম্বা লাইন, কোথায় পাওয়া যাচ্ছে ম্যাংগো ফায়ার পান?

Last Updated:

জেলায় রাসমেলায় এবারের নতুন আকর্ষণ 'ম্যাংগো ফারায় পান'। ক্রেতারা এই পান খেলেই পানের মধ্যে আমের সুন্দর এক স্বাদ পাবেন। এছাড়া ফারার পান হওয়ার কারণে, এই পান দেখতেও অনেকটাই আকর্ষণীয়।

+
ম্যাংগো

ম্যাংগো ফায়ার পান

কোচবিহার: পান খেতে অনেকেই দারুণ পছন্দও করে থাকেন। তবে যদি সেই পান হয় মিষ্টি মশলা পান তবে তো পানের আমেজ জমে যায় অনেকটাই। তবে শীতের মরসুমে আমের স্বাদ। বিষয়টি অনেকটাই অবিশ্বাস্য। তাও আবার যদি সেই আমের স্বাদ পাওয়া যায় পানের মধ্যে। তবে তো বিষয়টি বিশ্বাস করতে অনেকটা অবিশ্বাস্য বলে মনে হয়। তবে এবার জেলা কোচবিহারের রাস মেলায় মিলছে এমনই এক বিশেষ পান।
দীর্ঘ সময়ের পান বিক্রেতা তিমির চন্দ্র দাস জানান, “সাবেকি পানের চাইতে রকমারি ও নিত্যনতুন পানের চাহিদা সবসময় বেশি থাকে। তাইতো প্রতিবছর তিনি নতুন ধরনের পান নিয়ে আসেন সকলের জন্য। এবার তাঁর দোকানে নতুন আকর্ষণ ‘ম্যাংগো ফারায় পান’।
advertisement
advertisement
ক্রেতারা এই পান খেলেই পানের মধ্যে আমের সুন্দর এক স্বাদ পাবেন। এছাড়া ফারার পান হওয়ার কারণে, এই পান দেখতেও অনেকটাই আকর্ষণীয়। বহু মানুষ ইতিমধ্যেই এই পান খেতে আসছেন তাঁর দোকানে। এই বিশেষ পানের দাম শুরু হচ্ছে ৫০ টাকা থেকে। বেশি দামের রয়েছে এই পান।”
তিনি আরও জানান, “মশলার ওপর ভিত্তি করে পানের দামের তারতম্য হচ্ছে। যেই ক্রেতা যেরকম মশলা পান পছন্দ করেন। তাঁকে সেরকম ভাবেই পান বানিয়ে দেওয়া হচ্ছে। কম মশলা থাকলে তাঁর দাম কম থাকছে। বেশি মশলা দিয়ে পান তৈরি করলে দাম একটু বেশি হচ্ছে। তবে ‘ম্যাংগো ফারায় পান’ শুরু হচ্ছে ৫০ টাকা মূল্য থেকে। ছোট থেকে বড় সকলেই এই পানের স্বাদ নিতে পারবেন। সকলের জন্য এই পান পাওয়া যাচ্ছে। যদিও শীতের মরসুমে এই ধরনের পান বিক্রি হওয়ার কারনেই এই পানের আকর্ষণ বেড়েছে অনেকটাই।”
advertisement
যদিও মিষ্টি বেনারসি পান কমবেশি সকল পানের দোকানেই পাওয়া যায়। তবে মিষ্টি বেনারসি পানের মধ্যে যে আমের বিশেষ স্বাদ পাওয়া যাচ্ছে এটাই এই বছরের নতুন চমক। বেশিরভাগ ক্রেতারাই এই নতুন পান খেতে পছন্দ করছেন। মেলার শুরুর দিন থেকে এই পান রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে মেলার আসা পর্যটকদের মধ্যে। অনেকে তো প্রায় প্রতিদিন এই দোকানে যাচ্ছেন এই বিশেষ পান খেতে।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Paan: পানের মধ‍্যে আমের স্বাদ! এই পান খেতেই দোকানে লম্বা লাইন, কোথায় পাওয়া যাচ্ছে ম্যাংগো ফায়ার পান?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement