Durga Puja 2024: ৭০ বছরের হাতে রঙ! ক্ষীণ হয়নি সৃষ্টিশীলতা! তাঁর হাতেই রূপ পাচ্ছে দেবী দুর্গা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Durga Puja 2024: এখনও ব্যস্ততার সঙ্গে তৈরি করছেন দশভুজার প্রতিমা। ইনি যেন বাস্তবের দশভুজা! এবয়সে এসেও দুর্গা প্রতিমা তৈরি করতে ক্লান্তি নেই বৃদ্ধা মৃৎ শিল্পী বাসন্তী পাল-এর
জলপাইগুড়ি: বয়স ৭০ ছুঁই ছুঁই! এখনও ব্যস্ততার সঙ্গে তৈরি করছেন দশভুজার প্রতিমা। ইনি যেন বাস্তবের দশভুজা! এবয়সে এসেও দুর্গা প্রতিমা তৈরি করতে ক্লান্তি নেই বৃদ্ধা মৃৎ শিল্পী বাসন্তী পাল-এর। বয়সের ভারে চোখ ঝাপসা হলেও প্রাণ পায় বাসন্তীর হাতে গড়া মৃন্ময়ী দুর্গা।
প্রতিদিন সকাল থেকেই প্রতিমা তৈরীর কাজে হাত লাগান তিনি। এরপর খানিকটা বিশ্রাম নিয়ে আবারও শুরু হয় কাজ। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তাই এখন নাওয়াখাওয়া ভুলে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী বাসন্তী পাল।
advertisement
advertisement
জানা যায়, তাদের আদি বাড়ি পূর্ববঙ্গে। সেখানেই শ্বশুরমশাই এবং স্বামী মিলে প্রতিমা তৈরীর কাজ করতেন বাসন্তী দেবী । আর তারপর এদেশে এসে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার ঠাকুরপাঠ এলাকায় তৈরি করে বাড়ি । স্বামীর কাছেই প্রতিমা তৈরীর কাজ শিখেছিলেন বাসন্তী দেবী। স্বামী মারা যাওয়ার পর এখন দায়িত্ব সামলাচ্ছেন বাসন্তী পালের ছেলে নিতাই পাল। বাবার পাশাপাশি মায়ের কাছ থেকেও কাজ শিখেছে ছেলেরা। এবছর তৈরি হচ্ছে ২৭ টি দুর্গা প্রতিমা।
advertisement
জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে প্রতিবছরের মতো এবছরও এসেছে কাজের বরাত। বয়সের ভারে আগের মতো ভারী কাজ না করতে পারলেও, ছেলে এবং কারিগরদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে তাদের উৎসাহ জোগাতে খামতি রাখেন না তিনি। এভাবেই প্রতিবছর আসল দশভুজার হাত ধরেই প্রাণ প্রায় মাটির দশভুজা!
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2024 11:22 PM IST