Doctor Molestation: আরজি করের ক্ষত এখনও তাজা, ফের মহিলা চিকিৎসককে হেনস্থা! প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ রায়গঞ্জ মেডিক্যাল কলেজে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Doctor Molestation: আরজি করের ছায়া রায়গঞ্জ মেডিক্যাল কলেজে! রায়গঞ্জ মেডিক্যাল চত্বরে প্রকাশ্যে মহিলা ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য।
উত্তর দিনাজপুর: আরজি করের ছায়া রায়গঞ্জ মেডিক্যাল কলেজে! রায়গঞ্জ মেডিক্যাল চত্বরে প্রকাশ্যে মহিলা ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য। জানা যায় সোমবার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় অন্যান্য মেডিক্যাল কলেজ, হাসপাতালগুলির মতো রায়গঞ্জ মেডিক্যাল কলেজেও প্রতিবাদে শামিল জুনিয়র চিকিৎসক, ইন্টার্নরা।
সোমবার সেই সুযোগেই তৃতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে মদ্যপ অবস্থায় অশালীন আচরণের অভিযোগে ওঠে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে কলেজ চত্বর। যদিও ছাত্রীর তৎপরতায় পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করে সেই মদ্যপ যুবককে।
advertisement
advertisement
ঘটনাটি ঘটেছে পুলিশ ফাঁড়ির একেবারে উল্টোদিকে। এই ঘটনা ঘটায় কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে। আরজি করে মহিলা চিকিৎসকের সঙ্গে এই ঘটনা নিয়ে যখন বারবার প্রশ্নের মুখে নিরাপত্তা, ঠিক সে সময় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেও মহিলা ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ইন্টার্নরা প্রত্যেকেই নিরাপত্তার অভাব বোধ করছেন।
advertisement
মেডিকেল ক্যাম্পাস থেকে শুরু করে হস্টেল সর্বত্রই এই ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলে অভিযোগ তাঁদের।অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। রায়গঞ্জ থানার মেডিক্যাল পুলিশ ফাঁড়িতে মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সেই যুবককে।
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2024 7:27 PM IST