Drinking Water for Birds: তীব্র গরমে জল কষ্টে যেন না কাটে পাখিদের! এগিয়ে এল যুবক দল, করলেন প্রশংসনীয় কাজ
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Drinking Water for Birds: প্রচন্ড দাবদাহে জলশূন্য হয়ে গিয়েছে বিভিন্ন এলাকা। ঠিক এই সময় পাখিদের তৃষ্ণা মেটাতে এগিয়ে এসেছে একদল যুবক।
আলিপুরদুয়ার: প্রচন্ড দাবদাহে জ্বলছে সমগ্র ডুয়ার্স। প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের হতে দেখা যায় না কাউকে। জলশূন্য হয়ে গিয়েছে বিভিন্ন এলাকা। ঠিক এই সময় পাখিদের তৃষ্ণা মেটাতে এগিয়ে এসেছে একদল যুবক।
জঙ্গল সংলগ্ন এলাকায় নিকাশি নালাগুলি শুকিয়েছে কড়া রোদের কারণে। প্রচন্ড দাবদাহ চলাকালীন পাখিদের তৃষ্ণা মেটাতে উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির একদল যুবক। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল এলাকায় মাটির হাঁড়ি থেকে শুরু করে প্লাস্টিকের বড় কৌটায় জল দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিচ্ছেন তারা।
আরও পড়ুন: দেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার মাঝেই এবার চলন্ত ট্রেনের সামনে ২০-২৫টি বাইসনের দৌড়-ঝাঁপ! তারপর যা ঘটল…
advertisement
advertisement
উদয় শংকর দেবনাথ নামের এক যুবক জানিয়েছেন, “প্রতি বছর পাখিদের তৃষ্ণা নিবারণের জন্য এই উদ্যোগ নিয়ে থাকি। এবারও এলাকার আরও যুবকদের নিয়ে ছিপড়া জঙ্গলের বিভিন্ন প্রান্তে প্লাস্টিকের বড় কৌটা থেকে শুরু করে মাটির হাঁড়ি গাছের ডালে ঝুলিয়ে দেওয়ার কাজ শুরু করেছি।” জানা গিয়েছে আগামী সাত দিন ধরে তারা এভাবেই জঙ্গলের বিভিন্ন এলাকায় পাখিদের তৃষ্ণা মেটানোর জন্য জলের ব্যবস্থা করবেন। এই যুবকরা দেখভাল করবেন এই জলের পাত্রগুলির। কোনটির জল শেষ হলে সেই পাত্রে জল ভরে দেওয়ার কাজ করবেন এই যুবকদের দল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার দেবাশীষ মন্ডল থেকে শুরু করে বনকর্মীরা যুবকদের এই উদ্যোগে খুশি। কামাখ্যাগুড়ির এই যুবকের দল জনসাধারণের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের পান করার জন্য ছোট হাড়িতে জল রাখার ব্যবস্থা করা হয়।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 16, 2025 2:29 PM IST







