প্রশিক্ষণ ছাড়াই ২০ থেকে ৪৫ হাজার টাকা দামের দেবী দুর্গার অলঙ্কার বানিয়ে নজির আলিপুরদুয়ারের যুবকের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
হাতে গোনা আর কয়েকদিন বাকি, এরপরেই বাঙালি মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। দুর্গা পুজো মানেই নিত্য নতুন থিমের পুজো। চমক থাকে প্রতিমা, মণ্ডপসজ্জাতে।
আলিপুরদুয়ার, অনন্যা দে: হাতে গোনা আর কয়েকদিন বাকি, এরপরেই বাঙালি মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই নিত্যনতুন থিমের পুজো। চমক থাকে প্রতিমা, মণ্ডপসজ্জাতে। তবে প্রতিমার গায়ের অলংকার নজর কাড়ে সকলের। এই অলংকার এবারে তৈরি করছেন শামুকতলা এলাকার যুবক অভিজিৎ ভৌমিক।
দুর্গা প্রতিমার জন্য একের পর এক গয়না তৈরি করতে ব্যস্ত শামুকতলা শক্তিনগর এলাকার যুবক অভিজিৎ ভৌমিক। এমনটাই দেখা যায় তার বাড়ি গিয়ে। এবার আলিপুরদুয়ার, ফালাকাটা, অসমের প্যান্ডেলে প্রতিমার গায়ে শোভা বাড়াবে অভিজিতের তৈরি গয়নাগুলি।
আরও পড়ুন: খাতা-কলমেই শেষ নয়! এবার পড়ুয়াদের রোজগারের নতুন দিশা দেখাতে অভিনব পন্থা বেছে নিল মৎস্য দফতর
advertisement
advertisement
এবার ১৯ সেট গয়না তৈরি করতে হচ্ছে তাকে। আলিপুরদুয়ার, কোচবিহার সহ অসমেও যাচ্ছে তার তৈরি গয়না। কোনও প্রশিক্ষণ ছাড়াই নিজেই ঘরে বসে এই সব গয়না তৈরি করে চলেছেন তিনি একান্তে। বাসন্তী পুজো উপলক্ষে প্রথম গয়না তৈরি করেছিলেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
অভিজিতের কাছ থেকে জানা যায়, কলকাতা থেকে গয়না তৈরির সরঞ্জাম নিয়ে আসেন। আগামী দিনে প্রতিমার গয়না নিয়ে নানা এক্সপেরিমেন্ট করবেন তিনি। ২০ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত এক সেট গয়না বিক্রি হচ্ছে তাঁর। একটি গয়না তৈরি করতে সময় লাগে তিন দিন। অভিজিৎ জানিয়েছেন, “সোনার মত যাতে দেখতে লাগে তাঁর জন্য সঠিক রং মিশিয়ে তৈরি করতে হয়। তারপর জড়ি, পাথর বসানোর কাজ থাকে। এগুলি অনেক সুক্ষ কাজ। আরও বেশি কাজ করতে চাই, তবে শ্রমিকের প্রয়োজন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 8:53 PM IST
