Alipurduar News: ডুয়ার্স ঘুরতে যাচ্ছেন? অবশ‍্যই দাঁড়িয়ে খেয়ে দেখুন এই দোকানের ডালপুরি, 'টেস্ট' ভুলতে পারবেন না

Last Updated:

Alipurduar News: ডুয়ার্স ঘুরতে এসেছেন, কিন্তু পরমেশ কুমার ঠাকুরের দোকানের ডালপুরি না খেলে,একটি ভাল খাবার মিস করবেন আপনিও। আলিপুরদুয়ার প্রবেশের মুখে ডিমডিমাতে রয়েছে এই দোকানটি।

+
ডালপুরি

ডালপুরি খাচ্ছেন এক ভোজন রসিক

আলিপুরদুয়ার: ডুয়ার্স ঘুরতে এসেছেন, কিন্তু পরমেশ কুমার ঠাকুরের দোকানের ডালপুরি না খেলে,একটি ভাল খাবার মিস করবেন আপনিও। আলিপুরদুয়ার প্রবেশের মুখে ডিমডিমাতে রয়েছে এই দোকানটি। এই দোকানের ডালপুরি না খেলে ডুয়ার্স ঘুরতে আসা বৃথা হয়ে যেতে পারে আপনার।
এই দোকানের ডালপুরির আলাদাই একটি পরিচয় রয়েছে গোটা আলিপুরদুয়ার জেলা জুড়ে। তবে আর কোথাও নয় একমাত্র মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা হাটখোলার এক হোটেলে পাওয়া যায় এই ডালপুরি। প্রায় কুড়ি বছর আগেই এই এলাকার শুকনান্দান ঠাকুর ও তার স্ত্রী প্রথম এই ডালপুরি বানাতে শুরু করেন। তবে বর্তমানে তার ছেলে পরমেশ ঠাকুর এই ডালপুরি বানাতে শুরু করেন। তার ডালপুরির প্রশংসা ছড়িয়ে রয়েছে গোটা ডুয়ার্স জুড়ে।
advertisement
advertisement
বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানকার ডালপুরি খেয়ে যান। সকাল আটটা থেকে শুরু করে দশটার মধ্যেই এই ডালপুরি পাওয়া যায়। মুহূর্তেই এই ডালপুরি শেষ হয়ে যায়। পরমেশ ঠাকুর জানান, “ডালপুরি খেতে হলে সকাল সকাল আসতে হবে। প্রতিদিন ভাল তেল ব্যবহার করে এই ডালপুরি তৈরি করা হয়। পুরোনো জিনিস আমরা ব্যবহার করি না।”
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ডুয়ার্স ঘুরতে যাচ্ছেন? অবশ‍্যই দাঁড়িয়ে খেয়ে দেখুন এই দোকানের ডালপুরি, 'টেস্ট' ভুলতে পারবেন না
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement