Alipurduar News: চা-বাগান ও বনবস্তি অধ্যুষিত এলাকার পড়ুয়ারা পাড়ি দিল দিল্লি, দেখবে পার্লামেন্ট
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
দিল্লির উদ্দেশ্য রওনা দেয় বিদ্যালয়ের ৫২ জন পড়ুয়া ও সাত জন শিক্ষক-শিক্ষিকা
আলিপুরদুয়ার: চা-বাগান ও বনবস্তি অধ্যুষিত এলাকার পড়ুয়ারা পেল পার্লামেন্ট দেখার সুযোগ। দিল্লি থেকে অনুমতিপত্র আসার পর কালচিনি চা-বাগান এলাকার পড়ুয়ারা রওনা দিল দিল্লির উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন শিক্ষক, শিক্ষিকারা।
কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ এলাকার এক স্কুলের পড়ুয়ারা দিল্লির পার্লামেন্ট ছাড়া অন্যান্য ঐতিহাসিক স্থান ঘুরে দেখবে বলে জানা গিয়েছে। দিল্লির উদ্দেশ্য রওনা দেয় বিদ্যালয়ের ৫২ জন পড়ুয়া ও সাত জন শিক্ষক-শিক্ষিকা। এতদিন টিভিতে ভারতের পার্লামেন্ট দেখেছিল পড়ুয়ারা। বইয়ের পাতা থেকে জানতে পেরেছিল পার্লামেন্টের কক্ষগুলি সম্পর্কে। সেখানকার অধিবেশন নিয়ে পড়াশোনা করেছিল তারা। স্বচক্ষে পার্লামেন্ট দেখার সুযোগ পেয়ে খুশি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। স্কুলের পড়ুয়া পারুল শর্মা জানান, “দিল্লির ঐতিহাসিক স্থানগুলির থেকেও বেশি পার্লামেন্ট দেখার ইচ্ছে আমাদের। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে কাজে দেবে।”
advertisement
স্কুলের চেয়ারম্যান পবন কুমার সিং ঝা জানান, ” ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে প্রতিবছর বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এ’বছর পার্লামেন্ট নিয়ে যাওয়া হচ্ছে। কীভাবে আমাদের দেশের আইন প্রণয়ন হয়, পার্লামেন্টে কাজ কীভাবে চলে, এ’সমস্ত কিছু সচক্ষে দেখতে পাবে ছাত্রছাত্রীরা।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 8:08 PM IST