গরিব বন্ধুকে বাঁচাতে প্রয়োজন বিপুল টাকা! কিউআর হাতে রাস্তায় রাস্তায় ঘুরছে 'তারা'
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
বন্ধুকে বাঁচিয়ে তুলতে হবে। প্রয়োজন প্রচুর টাকা। বন্ধুর জীবন ফিরে পেতে কিউ আর কোড হাতে হ্যামিল্টনগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরছে একদল যুবক।
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: বন্ধুকে বাঁচিয়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজন প্রচুর টাকার। বন্ধুর জীবন ফিরে পেতে কিউ আর কোড হাতে হ্যামিল্টনগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরছে একদল যুবক।
বন্ধুত্বকে উৎসর্গ করে অনেক সিনেমা রয়েছে। তথাকথিত ফ্রেন্ডশিপ ডে আয়োজিত হয় বন্ধুত্বকে উদযাপন করতে। একটি মানুষের বেঁচে থাকার অন্যতম কারণ বন্ধু। এবার বন্ধুকে ফিরিয়ে আনতে সব কাজ দূরে সরিয়ে রেখে কিউ আর কোড হাতে হ্যামিল্টনগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরছে যুবকরা।
আরও পড়ুনঃ ভুটান পাহাড়ে অঝোরে বৃষ্টি, তোর্সার জল গিলতে আসছে নদী পাড়ের মানুষদের, জয়গাঁতে ভয়াবহ দৃশ্য
বছর আঠারোর সায়ন বিশ্বাস। গত ১৫ অগাস্ট অপর এক বন্ধুর বাইকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। তার বাইক চালক বন্ধু ঠিক থাকলেও, সায়নের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। তাকে রেফার করা হয় শিলিগুড়িতে। বর্তমানে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি।মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সায়ন। নাওয়া-খাওয়া ভুলে তার পরিবারের সদস্যরা টাকা জোগাড় করছে চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য। সায়নের পরিবার অত্যন্ত দরিদ্র। তাই বন্ধুর চিকিৎসা চালিয়ে যাওয়ার ভার কাঁধে তুলেছে বাকি বন্ধুরা। সায়নের ছবি দিয়ে পোস্টার তৈরি করেছে তারা। প্রত্যেকের জামায় সেই পোস্টার আটকেছে তারা। কিউ আর কোডের পোস্টার নিয়ে ঘুরছে রাস্তায়। সকলের কাছে সাহায্য চাইছে এই যুবকরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দু’টি কিউ আর কোড রয়েছে সায়ন বিশ্বাসের চিকিৎসা চালানোর জন্য। সায়নের বন্ধুরা সোশ্যাল মিডিয়াতেও একটি পেজ খুলেছে যেখানে এই কিউ আর কোড তারা রেখেছে। তাঁরা চায়, সকলেই যেন এগিয়ে আসে তাঁদের বন্ধুর জীবন ফিরিয়ে দিতে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 2:09 PM IST