Alipurduar News: দক্ষিণবঙ্গে বন্যা, আর উত্তরবঙ্গে...! কঠিন সমস্যায় চাষিরা, রাগে ছাগলদের খাওয়াচ্ছেন ধানের চারা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত আমন ধান চাষ। ক্ষতিগ্রস্থ আলিপুরদুয়ার জেলার কৃষকরা। অধিকাংশ জমিতে রোপণ করা সম্ভব হয়নি ধানের বীজ।
আলিপুরদুয়ার: বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত আমন ধান চাষ। ক্ষতিগ্রস্থ আলিপুরদুয়ার জেলার কৃষকরা। অধিকাংশ জমিতে রোপণ করা সম্ভব হয়নি ধানের বীজ।
দক্ষিণবঙ্গ যখন বন্যায় ডুবছে, তখন উত্তরে প্রবল তাপপ্রবাহ। যার ফলে আলিপুরদুয়ার জেলা জুড়ে বৃষ্টির অভাবে আমন ধান চাষে ব্যাপক ক্ষতি।
জলের অভাবে ৫০ শতাংশের বেশী জমিতে ধানের চারা রোপণ করতে পারেননি আলিপুরদুয়ার জেলার কৃষকেরা। ব্যক্তিগত সেচের মাধ্যমে কিছুটা বীজ রোপণ করতে পারলেও সেই ফসলেও ভাল ফলন হবে না বলে জানাচ্ছেন কৃষকেরা। বহু জমিতে বীজতলা পর্যন্ত হয়নি। লাল হয়ে মাঠেই মরছে বীজধান। বাধ্য হয়ে কৃষকরা ছাগলকে খাইয়ে দিচ্ছে সেসব বীজধানের চারা।
advertisement
advertisement
মাঠে জল না থাকায় ফেটে যাচ্ছে ধানের জমি। জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত যেখানে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে বৃষ্টি হয়েছে মাত্র ৪১ মিলিমিটার। ফলে প্রচুর পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে জেলায় বলে জানালেন কৃষি দফতরের আধিকারিকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার ১ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হওয়ার কথা। সেখানে এখন পর্যন্ত মাত্র ৬০ হাজার হেক্টর জমিতে আমন ধানের বীজ রোপণ করা সম্ভব হয়েছে। কৃষকদের পক্ষ থেকে জানা গিয়েছে, ব্যক্তিগত পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল এনে চাষের বন্দোবস্ত করছেন। শুধুমাত্র বৃষ্টির ঘাটতির ফলে জেলার মোট ৫০ শতাংশ জমিতে আমন ধানের চাষের ব্যাপক ক্ষতি হবে বলে জানাচ্ছেন তারা।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 2:42 PM IST