Alipurduar: ফালাকাটায় ‘বন্দুক’ হাতে স্কুলে ঢুকল পড়ুয়ার দল! আতঙ্কে ছোটাছুটি, শেষের ঘটনা চমকে দেবে

Last Updated:

হঠাত্‍ই স্কুলে বন্দুক হাতে ঢুকে এল একদল পড়ুয়া। মুহূর্তের মধ‍্যে রীতিমতো হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায়।


ফালাকাটায় ‘বন্দুক’ হাতে স্কুলে ঢুকল পড়ুয়ার দল! আতঙ্কে ছোটাছুটি, শেষের ঘটনা চমকে দেবে
ফালাকাটায় ‘বন্দুক’ হাতে স্কুলে ঢুকল পড়ুয়ার দল! আতঙ্কে ছোটাছুটি, শেষের ঘটনা চমকে দেবে
ফালাকাটা: হঠাত্‍ই স্কুলে বন্দুক হাতে ঢুকে এল একদল পড়ুয়া। মুহূর্তের মধ‍্যে রীতিমতো হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায়। আতঙ্কিত হয়ে পড়ে অন‍্যান‍্য ছাত্রছাত্রীরা। যদিও পরবর্তী ঘটনা আরও চমকপ্রদ। জানা যায়, বন্ধুকটি আসলে নকল। ফালাকাটা রায়চেঙ্গা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ঘটনায় হইচই পড়ে যায়।
পড়ুয়ার ওই কাণ্ডে ইতিমধ‍্যে শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। সূত্রের খবর অনুযায়ী, পড়ুয়াদের দুই গোষ্ঠীর বিবাদের জেরেই এই কাণ্ড ঘটেছে বলেই জানা গিয়েছে। কিন্তু কেন এমন কাণ্ড করল পড়ুয়ার দল? কারণ জানলে সত‍্যিই আশ্চর্য হতে হয়।
advertisement
advertisement
জানা যায়, স্কুলে নকল বন্দুক নিয়ে হামলা চালায় একদল ছাত্র। একেবারে আসল বন্দুকের মতোই দেখতে ওই নকল বন্দুক। পরে পুলিশ উদ্ধার করলে জানা যায় এটা আসলে খেলনা বন্দুক।
গ্যাস লাউটারের মতো আগুন বের হয় ওই নকল বন্দুক থেকে। পরে ওই পড়ুয়ারা বন্দুক ফেলে পালায়।- খবর দেওয়া হয় পুলিশে। ফালাকাটা থানা থেকে পুলিশ এসে বন্দুক উদ্ধার করে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar: ফালাকাটায় ‘বন্দুক’ হাতে স্কুলে ঢুকল পড়ুয়ার দল! আতঙ্কে ছোটাছুটি, শেষের ঘটনা চমকে দেবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement