বৈদ্যুতিন চুল্লি বিকল, মর্গে পচে যাচ্ছিল দেহ, সৎকার করলেন মহিলারা! দাঁড়িয়ে থাকলেন হাসপাতালের সুপারও

Last Updated:

মর্গে মোট ১৮ টি মৃতদেহ ছিল। ৯ টি মৃতদেহ সৎকার করা হল। অন্যান্য মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।

দেহ সৎকার করছেন মহিলারা।
দেহ সৎকার করছেন মহিলারা।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার : এবার মর্গে থাকা পচা গলা লাশ পোড়াতে গিয়ে বাঁধার মুখে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার মহিলারা। জংশন কালীবাড়ি শ্মশানে মৃতদেহ দাহ করতে আপত্তি স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ ও পঞ্চায়েত প্রশাসন। বৈদ্যুতিন চুল্লি বিকল হওয়ায় শ্মশানে কাঠ দিয়ে মৃতদেহ সৎকারের উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষের। জেলা সদর হাসপাতালের মর্গে থাকা বেওয়ারিশ দেহগুলি দাঁড়িয়ে থেকে সৎকার করালেন জেলা সদর হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মন্ডল।
শিলিগুড়ির একটি সংস্থার মহিলারা আলিপুরদুয়ারে আসেন। তারা আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি শ্মশানে জেলা সদর হাসপাতালের মর্গে থাকা ১৮ টি বেওয়ারিশ দেহ সৎকারের দায়িত্ব নেন। শ্মশানে দাঁড়িয়ে থেকে ওই সংস্থার সৎকার কাজে সহযোগিতা করেন জেলা সদর হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মন্ডল। তিনি বলেন, শিলিগুড়ির ওই সংস্থার কাজে আমরা অভিভূত। এখন পর্যন্ত নয়টি মৃতদেহ রীতি মেনে সৎকার করা গিয়েছে। মর্গে মোট ১৮ টি মৃতদেহ ছিল। ৯ টি মৃতদেহ সৎকার করা হল। অন্যান্য মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ্য, ১৪ জুলাই থেকে আলিপুরদুয়ার শহরের শ্মশানের বৈদ্যুতিন চুল্লি বিকল হয়ে রয়েছে। আর তার জেরে ওই শ্মশানে মৃতদেহ দাহ করা যাচ্ছে না। বৈদ্যুতিন চুল্লিতে মৃতদেহ দাহ করার কাজ বন্ধ থাকায়, জেলা সদর হাসপাতালের মর্গে ১৮টি দেহ জমে ছিল। যার ফলে পচা দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠছিলেন এলাকার মানুষ থেকে জেলা সদর হাসপাতালের রোগী , রোগীর আত্মীয় ও হাসপাতাল কর্মীরা। এই সমস্যা থেকে মুক্তি দিতে শিলিগুড়ির একটি সংস্থা বিনা পারিশ্রমিকে দেহ দাহ করার দায়িত্ব নিতে এগিয়ে আসে। আর তারপরেই এদিন সকাল থেকে মৃতদেহ দাহ করার কাজ শুরু হয়।
advertisement
কিন্ত মাঝ পথে বাঁধা দিতে থাকেন স্থানীয় গ্রামবাসীরা। পরে পুলিশ প্রশাসন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন গিয়ে সকলকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আবার মৃতদেহ সৎকারের কাজ শুরু হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জয় রবিদাস বলেন, গ্রামবাসীরা বাঁধা দিচ্ছেন শুনে আমি এলাকায় এসেছি। তবে সকলকে বুঝিয়ে আবার মৃতদেহ দাহ করার কাজ শুরু হয়েছে। এটি একটি সামাজিক কাজ। সকলকে সহযোগিতা করতে হবে।
advertisement
এদিকে মৃতদেহ দাহ করার দায়িত্ব নেওয়া সংস্থার নেত্রী কাবেরী চন্দ্র সরকার বলেন, আমরা নিঃস্বার্থভাবে সামাজিক কাজ করতে এসেছিলাম। কিন্তু এখানে কোথায় কী সমস্যা আছে ,তা বলতে পারব না। তবে কিছু মানুষ বাঁধা দিয়েছেন। আবার অন্য কিছু সমস্যাও হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বৈদ্যুতিন চুল্লি বিকল, মর্গে পচে যাচ্ছিল দেহ, সৎকার করলেন মহিলারা! দাঁড়িয়ে থাকলেন হাসপাতালের সুপারও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement