Alipurduar News: হোটেলের ফ্রিজ খুলতেই বেরিয়ে এল তীব্র গন্ধ, ভিতরে ছিল এ কী! চমকে গেলেন মহকুমা শাসক

Last Updated:

Alipurduar News: সেখানেই গিয়ে দেখা যায়, ফ্রিজ খুলতেই বার হচ্ছে পচা মাছের গন্ধ৷ রান্না করা মাছ পচে গন্ধ বেরিয়ে গিয়েছে

নিজস্ব চিত্র, হোটেলে মহকুমা শাসক
নিজস্ব চিত্র, হোটেলে মহকুমা শাসক
আলিপুরদুয়ার: হোটেলের ফ্রিজ খুলতেই গন্ধ! এ কী অবস্থা হোটেলের৷ যা দেখে একেবারে চমকে গেলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক৷ হোটেল-রেস্তোরাঁর এমন অবস্থা হতে পারে, তা দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন৷ ফ্রিজের দরজা খুলতেই গন্ধ জানান দিচ্ছে কী খাবার পৌঁছয় সাধারণ মানুষের কাছে৷
আলিপুরদুয়ার শহরের হোটেলগুলিতে মঙ্গলবার অভিযান চালান অলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার৷ আর সেখানেই তিনি চোখের সামনে যা ঘটতে দেখলেন, তা চমকে দেবে আপনাকে৷ সোমবার দুপুরে আচমকা আলিপুরদুয়ারের এক হোটেলে ঢোকের মহকুমা শাসক৷ তাঁর সঙ্গে ছিলেন জেলা ফুড সেফটি আধিকারিক ও পুর আধিকারিকরা৷ বিভিন্ন হোটেলে এই দল নিয়ে ঘোরেন তিনি৷ দু’টি মিষ্টির দোকান মিলিয়ে মোট ১৪টি দোকানে অভিযান চালান তাঁরা৷
advertisement
advertisement
আরও পড়ুন: বালিশ দিয়ে মুখ চেপে গোপনাঙ্গে আঘাত, প্রেমিকের জন্য স্বামীকে মারল ৪৭ বছরের মহিলা
সেখানেই গিয়ে দেখা যায়, ফ্রিজ খুলতেই বার হচ্ছে পচা মাছের গন্ধ৷ রান্না করা মাছ পচে গন্ধ বেরিয়ে গিয়েছে৷ আলু-সহ সমস্ত সবজি পচে গিয়েছে বলা চলে৷ এমনকী ব্যবহার করা হচ্ছে পচা মশলাও৷ অভিযান চালিয়ে সমস্ত দোকান থেকে পচা খাবার উদ্ধার করেন তিনি৷ এমনকী এই ১৪টি দোকানের মালিককে নোটিশও ধরিয়ে আসা হয়৷
advertisement
মহকুমা শাসক জানিয়েছেন, ‘‘এটা আমাদের রুটিন ভিসিট৷ আমরা নিয়ম মেনে আলিপুরদুয়ারে শহরের বিভিন্ন স্থানে ছোট-ছোট হোটেলগুলিতে ভিসিট করেছি৷ সেখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে পচা মাছ, পচা সবজি দেওয়া হচ্ছে৷ সেগুলি নিয়ে আমরা দোকানের মালিকদের সতর্ক করেছি৷ নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে৷ রাঁধুনিদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতেও বলা হয়েছে৷’’
রাজকুমার কর্মকার
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: হোটেলের ফ্রিজ খুলতেই বেরিয়ে এল তীব্র গন্ধ, ভিতরে ছিল এ কী! চমকে গেলেন মহকুমা শাসক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement