VHP পরিচালিত গণবিবাহের অনুষ্ঠান ভন্ডুল, বিপদে পড়া পাত্রপাত্রীদের বিয়ে দিল তৃণমূল
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
গণবিবাহের আসরে রাজনীতি ৷
#আলিপুরদুয়ার: গণবিবাহ নিয়ে ক্ষমতার লড়াই! আলিপুরদুয়ারে বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত গণবিবাহের আসর কার্যত ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, শাসকদলের হয়ে কাজ করছে পুলিশ। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
গণবিবাহের আসরে রাজনীতি ৷ মালদহের আটমাইলে বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত গণবিবাহের আসরে ধর্মান্তকরণের অভিযোগ করে ঝাড়খণ্ড দিসম পার্টি। দু’পক্ষই সংঘর্ষে জড়ায়। এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদের গণবিবাহের আসর কার্যত ছিনিয়ে নেওয়ার অভিযোগ ।
সোমবার আলিপুরদুয়ারের একটি ক্লাব ময়দানে গণবিবাহের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন শাখা সংগঠন। অনুমতি না থাকায় রবিবারই মঞ্চ খুলে দেয় পুলিশ। অভিযোগ, এরপর সোমবার যাঁদের গণবিবাহের কথা ছিল, তাঁদের নিয়েই মাঝেরডাবরি, শামুকতলা, বনচুকামারিতে বিয়ের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতির দাবি, অনুমতি না থাকাতেই বিশ্ব হিন্দু পরিষদের গণবিবাহের মঞ্চ খুলে নেওয়া হয়।
advertisement
advertisement
আলিপুরদুয়ারের গণবিবাহ সমিতির সভাপতি রতন তরফদারের অভিযোগ, শাসকদলের হয়ে কাজ করছে পুলিশ। গণবিবাহের আসর নিয়ে আলিপুরদুয়ারে তৃণমূল-বিশ্ব হিন্দু পরিষদের রাজনৈতিক চাপানউতোর চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2020 11:52 AM IST