Adhir on Sitalkuchi Firing : শীতলকুচি কাণ্ড: সিবিআই তদন্ত চেয়ে আদালতে যাওয়ার ঘোষণা অধীরের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার নির্বাচনী প্রচারে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকায় উপস্থিত ছিলেন অধীর চৌধুরী।
কুমারগ্রামে আয়োজিত জনসভা থেকে রাজ্যজুড়ে বিজেপি নেতাদের অকথা-কুকথা বলার তীব্র সমালোচনা করেন অধীর। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন তিনি ৷ অধীরের কথায়, ‘‘মুখ্যমন্ত্রী হিসেবে এই বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেফতার করুন মমতা৷" প্রয়োজন পড়লে সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমোর পাশে থাকার এবং নৈতিক সমর্থন জানানোর কোথাও বলেন অধীর চৌধুরী।
কুমারগঞ্জের চাঁদগঞ্জের মাঠে মঙ্গলবারের এই জনসভায় কংগ্রেসের অধীর চৌধুরী, বামফ্রন্টের তরফে আরএসপি-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, সিপিআইএম-এর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, কংগ্রেস জেলা সভাপতি অঞ্জন চৌধুরী-সহ জেলার নেতৃত্ব উপস্থিত ছিলেন৷
advertisement
advertisement
অপরদিকে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর বক্তব্যের পাল্টা বক্তব্য দিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন, ‘‘এর আগে আমরা অধীর চৌধুরীকে দেখেছি রাজ্যে কোনও অন্যায় হলে তার নিরপেক্ষ প্রতিবাদ করতে। কিন্তু জোটের কারণে মনে হচ্ছে এটা অধীর চৌধুরী নয়, অধীর চৌধুরীর মুখ দিয়ে ভাইজানের কথা।’’ শীতলকুচির ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা করার যে কথা বলেছেন অধীর, তাকেও কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত। তিনি প্রশ্ন তোলেন, ‘‘চারজনের কথা বললেও, শীতলকুচিতে মৃত আনন্দ বর্মনের বিষয়ে নীরব কেন উনি?’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2021 7:02 PM IST