Excess Electricity Demand: দিনে ১০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বৃদ্ধি, অতিরিক্ত ট্রান্সফরমার বসিয়ে ঘাটতি পূরণ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Excess Electricity Demand: এবারের ভয়াবহ গরমে মালদহ জেলার অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটাতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। বিভিন্ন এলাকায় চাহিদা মত বসানো হয়েছে অতিরিক্ত ট্রান্সফরমার
মালদহ: তীব্র গরমে এবার জেলায় বিদ্যুতের চাহিদা বেড়েছে কয়েকগুণ। যদিও সেই চাহিদা পূরণ সফলভাবেই করতে পেরেছে বিদ্যুৎ দফতর। অতিরিক্ত ট্রান্সফরমার বসিয়ে প্রতিদিন গড়ে অতিরিক্ত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।
এবারের ভয়াবহ গরমে মালদহ জেলার অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটাতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। বিভিন্ন এলাকায় চাহিদা মত বসানো হয়েছে অতিরিক্ত ট্রান্সফরমার। তীব্র গরমেও এই বছর তেমন একটা বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়নি মালদহে। গ্রামীণ এলাকায় কিছু সমস্যা থাকলেও শহরাঞ্চলে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয়নি সাধারণ মানুষকে। এর কারণ চাহিদা মত বিভিন্ন এলাকায় বসানো হয়েছে অতিরিক্ত ট্রান্সফর্মার। আর এতেই গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা দিতে সক্ষম হয়েছে বিদ্যুৎ দফতর।
advertisement
advertisement
বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, তীব্র দাবদহের সময় প্রতিদিন গড়ে ১০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হয়েছে জেলায়। মালদহ জেলায় বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় ১০ লক্ষ। গ্রীষ্মকালে প্রতি বছর দিনেরবেলায় জেলায় ২৮০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুত প্রয়োজন হয়। এই বছর অস্বাভাবিক গরম পড়ায় দৈনিক বিদ্যুতের সেই চাহিদা বেড়ে ৪০০ মেগাওয়াটে পৌঁছে যায়। মালদহ ডিভিশনের দক্ষিণ ক্ষেত্রের অধিকার্তা শঙ্খদীপ ভট্টাচার্য জানান, তীব্র দাবদহের ফলে অতিরিক্ত বিদ্যুত সরবরাহের প্রয়োজন পড়েছিল। এই গরমে মালদাবাসী যাতে কষ্ট না পায় তার জন্য বিদ্যুৎ দফতরের কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছেন। তীব্র দাবদহকে উপেক্ষা করে বিদ্যুৎ কর্মীরা কাজ করেছেন। আর তাতেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2024 6:02 PM IST