South Dinajpur News: শুক্তো, পনির, রসগোল্লা...! মাত্র ১০০ টাকায় ১৩ খাবারের রাজকীয় নিরামিষ থালি! একবার খেলে আর ভুলবেন না

Last Updated:

ঠান্ডা ঘরে বসে বাঙালিয়ানা ১১-১৩ রকম পদই মিলছে মাত্র ১০০ টাকায়

+
বাঙালিয়ানা

বাঙালিয়ানা ১১ রকম পদই মিলছে মাত্র ১০০ টাকায়! 

দক্ষিণ দিনাজপুর: বাঙালি থালি মানেই তাতে রয়েছে পঞ্চব্যঞ্জন। আর তার সঙ্গে রয়েছে ভিন্ন রকমের স্বাদের পদ। এছাড়াও এই থালির মধ্যে থাকে শুক্ত নামক বিশেষ পদ। আর থাকে মিষ্টি। তবে, নিত্যদিনের তেল, ঝাল, মশলা, পেঁয়াজ রসুন বাদ দিয়ে সপ্তাহে দু একদিন একটু অন্য ধরনের খাবার খেতে কে না পছন্দ করেন। আর তা যদি সম্পূর্ণ নিরামিষ হয় তাহলে তো কোনও কথাই নেই।
ঠান্ডা ঘরে বসে বাঙালিয়ানা ১১-১৩ রকম পদই মিলছে মাত্র ১০০ টাকায়। শহরের বুকে এই দোকানে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত মানুষরা। তবে নিরামিষ এই থালিতে প্রতিদিনই খাবারের মেনুতে পরিবর্তন হয় থাকে। স্বল্প মূল্যে ১১-১৩ রকমের এই নিরামিষ থালি মিলছে বালুরঘাটের হেঁশেলে। যা একেবারেই ভিন্ন রকমের নিরামিষ খাবার। তবে শুধুমাত্র নিরামিষ থালি নয়, এখানে আসলে মিলবে পছন্দ সহিত নানা রকম স্বাদের স্পাইসি মুখরোচক খাবার।
advertisement
advertisement
খাবারের দাম প্রসঙ্গে বুদ্ধপ্রিয় সরকার জানান, “মধ্যবিত্ত থেকে শুরু করে সকলের কথা চিন্তা করে সবকিছুর দাম কম রাখা হয়েছে। মাত্র ১০০ টাকার মধ্যে এখানে স্পেশাল থালি পাওয়া যায়, যাতে ১১-১৩ রকমের পদ থাকে। এছাড়াও বাঙালির পছন্দের বিভিন্ন আইটেম এই থালিতে রাখা হয়েছে। যার মধ্যে শুক্তো, পনির, বেকড রসগোল্লা, গাজরের হালুয়া অন্যতম। তবে একই রকম খাবার নয়, মাঝেমধ্যেই খাবারের আইটেম পরিবর্তন করা হয়। যাতে গ্রাহকরা তৃপ্তি সহযোগে খাবার খেতে পারে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেস্টুরেন্টে গিয়ে কমবেশি প্রত্যেকেই পছন্দ অনুযায়ী বিভিন্ন আইটেম খেয়ে থাকেন। আবার থালি হিসেবে একটু নতুনত্ব নামিদামি খাবার খেতে হলে বিলটাও একটু বেশি দিতে হয়। যেটা সবার পক্ষে সম্ভব না। তবে এই রেস্টুরেন্টে মাত্র ১০০ টাকায় মিলছে ১১-১৩ রকমের আইটেম। যা মধ্যবিত্ত মানুষের কাছে সাধ্যের মধ্যে এবং ফেলে আসা অতীতের একসময় মাতিয়ে রাখত যেসব সুস্বাদু জিভে জল আনা পদ বাঙালির পছন্দের বেশির ভাগ রান্না এর মধ্যে রয়েছে। যা সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে খুব ভাল উদ্যোগ। যা বাঙালির ভরপেট তৃপ্তি আনবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: শুক্তো, পনির, রসগোল্লা...! মাত্র ১০০ টাকায় ১৩ খাবারের রাজকীয় নিরামিষ থালি! একবার খেলে আর ভুলবেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement