Abhishek Banerjee | Cooch Behar: বিরোধীদের একের পর এক তোপ! ফের বিজেপি বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের

Last Updated:

মঙ্গলবার সকাল থেকে কোচবিহারে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক। তাঁর এই কর্মসূচির লক্ষ্য, জনমতের উপর নির্ভর করে পঞ্চায়েত ভোটের জন্য় তৃণমূলের প্রার্থী বাছাই করা। সেই কর্মসূচির অংশ স্বরূপ সাহেবগঞ্জ ও সিতাইয়ে দু’টি সভা করেন তিনি। তারপরে সভা করেন মাথাভাঙায়৷ বুধবার কোচবিহার দক্ষিণে ছিল অভিষেকের সভা৷

উত্তরবঙ্গ: জনসংযোগ যাত্রার দ্বিতীয় দিনে বিজেপি বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাও করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সাংসদের তোপ, ‘‘এখানে বিজেপির ৬ টা বিধায়ক৷ বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে একটাও প্রশ্ন করেছে? কাঁধে গেরুয়া ঝুলিয়ে, মাথায় ফেট্টি বেঁধে বিধানসভায় গিয়ে, ওয়াক আউট করে৷’’ তারপরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়ান অভিষেক৷ বলেন, ‘‘২ কোটি ৬৫ লক্ষ মানুষের টাকা আটকে রেখেছে। আপনারা কি চান, আমরা মেরুদণ্ড বিক্রি করি? মাথা নিচু করি দিল্লির নেতাদের কাছে?’’ মানুষের প্রাপ্য আদায় করতে প্রয়োজনে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসার হঁশিয়ারিও দেন তিনি৷
এদিন মানুষের কাছে ধর্মের জন্য নয়, কর্মের জন্য ভোট দেওয়ার আবেদন জানান অভিষেক৷ বলেন, ‘‘২০২১ সালে উন্নয়নের নামে ভোট দিয়েছেন, উন্নয়ন পেয়েছেন। ২০১৯ সালে ধর্মের নামে ভোট দিয়েছেন, রামমন্দির পেয়েছেন। ধর্মের নামে ভোট দিয়েছিলেন, বিস্তীর্ণ এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে দিয়েছে।’’ এরপরেই তাঁর মন্তব্য, ‘‘যে সমস্ত জন প্রতিনিধারা মানুষের পাশে থাকেন না, এই বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাও করুন। মানুষই পারে, মানুষের অধিকার ছিনিয়ে আনতে।’’
advertisement
advertisement
আরও পড়ুন: মাঝে মধ্যেই থেমে গেল কনভয়! ‘জনসংযোগ যাত্রা’ দ্বিতীয় দিনে মানুষের আরও কাছাকাছি অভিষেক বন্দ্যোপাধ্যায়
এদিনের সভামঞ্চ থেকে সরাসরি বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করতেও ছাড়েননি অভিষেক৷ সাধারণ মানুষের উদ্দেশে এদিন তিনি প্রশ্ন তোলেন, ‘‘নিশীথ প্রামাণিককে আপনারা জিতিয়েছিলেন৷ আপনাদের ভোট নিয়ে৷ একটাও কোচবিহার নিয়ে পর্যালোচনা বৈঠক করেছে? একটা মিটিং দেখালে আমি, যাত্রা আর করব না৷ রাজনীতির আঙিনায় পা রাখব না৷’’
advertisement
আরও পড়ুন: ‘কোনও নেতার হাত-পা ধরে ঠিক হবে না প্রার্থী’, কোচবিহার দক্ষিণ থেকে ফের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
মঙ্গলবার সকাল থেকে কোচবিহারে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক। তাঁর এই কর্মসূচির লক্ষ্য, জনমতের উপর নির্ভর করে পঞ্চায়েত ভোটের জন্য় তৃণমূলের প্রার্থী বাছাই করা। সেই কর্মসূচির অংশ স্বরূপ সাহেবগঞ্জ ও সিতাইয়ে দু’টি সভা করেন তিনি। তারপরে সভা করেন মাথাভাঙায়৷ বুধবার কোচবিহার দক্ষিণে ছিল অভিষেকের সভা৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee | Cooch Behar: বিরোধীদের একের পর এক তোপ! ফের বিজেপি বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement