Abhishek Banerjee: 'ও তো তৃণমূলের...!' শুভেন্দু প্রসঙ্গে বিস্ফোরক দাবি অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee: এদিন নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন অভিষেক

শুভেন্দু প্রসঙ্গে বিস্ফোরক দাবি অভিষেকের
(প্রতীকী ছবি)
শুভেন্দু প্রসঙ্গে বিস্ফোরক দাবি অভিষেকের (প্রতীকী ছবি)
উত্তর দিনাজপুর: ৬০ দিন ব্যাপী নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন করণদিঘীর সভা থেকে অভিষেক বন্দোপাধ্যায় একাধিক ইস্যুতে নিশানা করেন বিজেপিকে। পাশাপাশি এদিন নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন অভিষেক।
শুভেন্দুর নাম না করে অভিষেকের কটাক্ষ, "ও তৃণমূলের লক্ষ্মী। ও বিজেপিতে যত থাকবে, তত বিজেপি মায়ের ভোগে যাবে।" অভিষেক বলেন, "তৃণমূলের লড়াই শ্রমিক-কৃষকদের স্বার্থে। নিজের স্বার্থ না দেখে, মানুষের স্বার্থ দেখাই নবজোয়ার। একতার মন্ত্রে বাঁধা কোচবিহার থেকে কাকদ্বীপ, সেটাই নবজোয়ার। আমি রাস্তাতেই হাঁটছি, গাড়িতে বসে মানুষের কথা শুনছি। দু'ধারে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। এটাই জানান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এখনও কেউ তৈরি হয়নি।"
advertisement
advertisement
তিনি আরও বলেন, "প্রতিহিংসাপরায়ণ, প্রতিহিংসার রাজনীতি ওরা শুরু করেছে। ত্রিস্তর ব্যবস্থাকে মজবুত করতেই হবে। উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে। কালিয়াগঞ্জ হেরে গিয়েছিলাম। কিন্তু ওখানেও মা-বোন বলতে পারবে না যে উন্নয়নের কাজ হয়নি। ভোটের সময় খালি লড়াই করা দল তৃণমূল কংগ্রেস নয়। এখনও পঞ্চায়েত ভোট আসেনি। নিজের অধিকারের জন্য ভোট দিন। না হলে গ্যাসের দাম ১২০০ টাকাটা ২৪০০ টাকা হবে।"
advertisement
অভিষেক বলেন, "মেট্রো রেল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় এনে দিয়েছেন। একাধিক রেল স্টেশন ও লাইন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আমরা জাত-পাত, মৃত্যু নিয়ে রাজনীতি করি না। মানুষের পাশে থাকি।"
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: 'ও তো তৃণমূলের...!' শুভেন্দু প্রসঙ্গে বিস্ফোরক দাবি অভিষেকের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement