Abhishek Banerjee Abdul Karim Chowdhury: 'অভিমানী' আব্দুল করিম চৌধুরী নিয়ে কড়া 'নির্দেশ' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...! দলীয় 'কোন্দলে' দিলেন বিরাট বার্তা

Last Updated:

Abhishek Banerjee Abdul Karim Chowdhury: ইসলামপুরের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুপস্থিত ছিলেন প্রবীণ বিধায়ক আব্দুল করিম চৌধুরী। কারণ হিসেবে স্পষ্ট জানিয়েছিলেন অভিষেকের সভার বিষয়ে দলের তরফে জানানোই হয়নি তাঁকে।

'আব্দুল করিম চৌধুরী' নিয়ে কড়া নির্দেশ অভিষেকের
'আব্দুল করিম চৌধুরী' নিয়ে কড়া নির্দেশ অভিষেকের
উত্তর দিনাজপুর: ইসলামপুরের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুপস্থিত ছিলেন প্রবীণ বিধায়ক আব্দুল করিম চৌধুরী। কারণ হিসেবে স্পষ্ট জানিয়েছিলেন অভিষেকের সভার বিষয়ে দলের তরফে জানানোই হয়নি তাঁকে। শোনা যায় অভিষেক নিজে যাবেন আব্দুল করিমের বাড়িতে। তা না হলেও দলীয় কোন্দল নিয়ে 'বড়' বার্তা দিয়ে এবার স্থানীয় দলীয় নেতৃত্বকে বিশেষ নির্দেশ দিলেন অভিষেক। আজ তিনি স্পষ্ট বলেন আব্দুল করিম চৌধুরীর সঙ্গে সমস্যা মিটিয়ে নিন৷ প্রয়োজনে কানাইহালাল আগরওয়াল নিজে যান করিমের কাছে৷ কথা বলুন।"
একইসঙ্গে আজ কালিয়াগঞ্জ নিয়েও দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন অভিষেক। তিনি মঙ্গলবার বলেন, "কালিয়াগঞ্জ নিয়ে পাল্টা কর্মসূচী নেবে তৃণমূল কংগ্রেস। থানা জ্বালিয়ে দিল, সরকারি সম্পত্তি নষ্ট করেছে আপনাদের পাল্টা আন্দোলন করতে হবে। ছোট ছোট সভা করে বিজেপি কী করছে এখানে তা মানুষকে বোঝান। কালিয়াগঞ্জ যান, সময় দিন।"
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচন নিয়েও অভিষেক দলকে 'আত্মবিশ্বাসের' বার্তা দিয়েছেন দলীয় বৈঠকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "পঞ্চায়েতে কোনও অশান্তি হবে না৷ সবাইকে এখন থেকে দলীয় কর্মসূচী নিয়েই ঝাঁপাতে হবে।" ইটাহারে উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠকের পরে মঙ্গলবার এমনটাই জানাচ্ছে তৃণমূলের দলীয় সূত্র।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee Abdul Karim Chowdhury: 'অভিমানী' আব্দুল করিম চৌধুরী নিয়ে কড়া 'নির্দেশ' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...! দলীয় 'কোন্দলে' দিলেন বিরাট বার্তা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement