Accident Death: মুহূর্তে সব শেষ...! বাইক থেকে ছিটকে পড়েই জাতীয় সড়কে মর্মান্তিক মৃত্যু যুবকের

Last Updated:

Accident Death: ফের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । এদিন দুপুরে ঘটনাটি ঘটে চালসা-মালবাজার মুখী জাতীয় সড়কের সাতখাইয়া মোর এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রকি চৌধূরী, মাটিয়ালি: ফের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । এদিন দুপুরে ঘটনাটি ঘটে চালসা-মালবাজার মুখী জাতীয় সড়কের সাতখাইয়া মোর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়।
জানা যায়, এদিন ওই ব্যক্তি বাইকে করে মালবাজার থেকে চালসার দিকে আসছিল। সাতখাইয়া মোর এলাকায় জাতীয় সড়কের উপরে ওই ব্যক্তি কোনও ভাবে বাইক থেকে নিচে পড়ে যায়। মাথায় হেলমেট না থাকার কারণে সড়কের উপরেই মাথায় আঘাত লাগে।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! ডিসেম্বরেই লাগবে ‘জ্যাকপট’, বৃহস্পতির দুরন্ত চালে অর্থ-সৌভাগ্য তুঙ্গে মেষ-সহ ৪ রাশির
ঘটনাস্থলেই ব্যক্তির মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই ওই এলাকায় বহু মানুষের ভিড় হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় মেটেলি থানার পুলিশ। পুলিশ দেহ ও বাইক উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন-কাঁপবে দুনিয়া…! ভয়ঙ্কর কঠিন পরীক্ষা নেবেন শনি, ৫ রাশির কপালে চরম দুর্ভোগ, জীবন ছারখার, আপনার কপালে কী?
কোনও গাড়ির সঙ্গে ধাক্কা নাকি ওই ব্যক্তি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে পড়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident Death: মুহূর্তে সব শেষ...! বাইক থেকে ছিটকে পড়েই জাতীয় সড়কে মর্মান্তিক মৃত্যু যুবকের
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement