Mysterious Death: মর্মান্তিক! রক্তে ভাসছে চারিদিক, রিসর্টে রহস্য মৃত্যু এক কর্মীর, খুনের অভিযোগ পরিবারের!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Mysterious Death: বেসরকারি রিসর্টের ভেতরে এক কর্মীর রহস্যজনক মৃত্যু! রিসর্টের গেটের চাপা অবস্থায় উদ্ধার কর্মীর মৃতদেহ! নকশালবাড়ির হাতিঘিসার বীরসিং জোতের ঘটনা!
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি: বেসরকারি রিসর্টের ভেতরে এক কর্মীর রহস্যজনক মৃত্যু! রিসর্টের গেটের চাপা অবস্থায় উদ্ধার কর্মীর মৃতদেহ! নকশালবাড়ির হাতিঘিসার বীরসিং জোতের ঘটনা! এদিন রাতে বীরসিং জোতের এক বেসরকারি রিসর্টে এক কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম সুরজ লামা। গত ৩ মাস থেকে এই রিসর্টে কুকের কাজ করত।
জানা গিয়েছে, লোহার গেট পড়েই এক কর্মীর মৃত্যু হয়েছে। তবে মৃতের পরিবারের অভিযোগ, মাথায় চোট থাকায় খুন করা হয়েছে। গোটা ঘটনায় বেশ কয়েক জন জড়িত থাকতে পারে। তবে রিসর্টের মালিক জানান, খাবার খেতে এসে লোহার গেট চাপা অবস্থায় দেখতে পাই। পুলিশ তদন্ত করবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ-সহ এসডিপিও নকশালবাড়ি ও প্রশাসনের আধিকারিকরা। সিসিটিভি খারাপ থাকায় রিসটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের মর্গে রাখা হয়। এবং ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেন্সিক টিম এসেছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
জলপাইগুড়ি থেকে ফরেন্সিক টিম ঘটনাস্থলে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে! সকাল থেকেই থমথমে পরিস্থিতি গোটা এলাকায়! স্থানীয়দের ভিড়ও উপচে পড়ছে ! বেসরকারি এই রিসর্টে রাতভর মোতায়েন ছিল পুলিশ। নমুনা সংগ্রহ উপস্থিত এসডিপিও নকশালবাড়ি, সিআই নকশালবাড়ি-সহ নকশালবাড়ি থানার আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2024 11:52 AM IST