Corporation Water : পুরসভার পানীয় জলে ওটা কী ভাসছে! নড়াচড়া করতেই আতঙ্কিত বাসিন্দারা

Last Updated:

Water- পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা প্রকল্পের জলের সঙ্গে বেরোচ্ছে পোকা। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে বালুরঘাট শহরে ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী এলাকায়।

+
পানীয়

পানীয় জলে আস্ত পোকা বেরোতেই ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে 

দক্ষিণ দিনাজপুর : পানীয় জল প্রকল্পের পাইপ থেকে বেরিয়ে এল একটি-দুটি নয়, বেশ অনেকগুলো আস্ত পোকা। এমন ঘটনায় এলাকা সরগরম৷ এর আগে ট্যাপ কল থেকে একাধিক অভিযোগ এলেও আস্ত কিলবিল করতে থাকা পোকা বেরোনোর ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা৷
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই এলাকার বাসিন্দা স্বাগতা ভাদুড়ী ও কার্তিক দত্তের বাড়িতে জল জীবন মিশন প্রকল্পের পানীয় জল প্রকল্পের পাইপ থেকে পোকা বেরোতে দেখেন।
জানা যায়, এদিন বাড়িতে একটি পাত্রের মধ্যে যখন জল নেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় এই বিষয়টি তাঁর নজরে আসে। দেখেন ছোট ছোট লাল রংয়ের কেঁচো টাইপের পোকা। নজরে আসতেই তিনি সেই জলের ছবি তুলে রাখেন, এবং আশপাশের প্রতিবেশীদের সাবধান করেন পানীয় জল হিসেবে পান না করতে।
advertisement
advertisement
আরও পড়ুন- IPL 2025-র প্রথম হ্যাটট্রিক, চমৎকার চাহাল, এদিকে প্রেমও কি চুটিয়ে চলছে, সেটাও বোঝা গেল
এই বিষয়ে পুরসভার জলের দায়িত্বে থাকা এম সি আই সি বা মেয়র পারিষদ অনোজ সরকার বলেছেন, তাঁর কাছে কোনও লিখিত অভিযোগ বা মৌখিক অভিযোগ কেউ করেনি। বিষয়টি তাঁর জানা নেই। কোনও অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
এদিকে বালুরঘাট পুরসভার ২২ টি ওয়ার্ডে পুরসভার বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে পুরসভার এই জলকেই পানীয় জল হিসেবে ব্যবহার করেন। শিশু থেকে বৃদ্ধ, সকলেই এই জলকেই পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। জলে পোকা আসায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
ওই ওয়ার্ডের বাসিন্দা কার্তিক দত্ত তিনিও আজ সকালে যখন জল ধরে রাখতে শুরু করেন তখন জলের পাত্রের মধ্যে পোকা দেখতে পান। প্রথমে ভেবেছিলেন চোখে ভুল দেখছেন বা পাত্রের মধ্যে হয়তো কিছু ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে। অন্যদিকে, স্বাগতা ভাদুড়ীর বাড়িতে যখন জল আসে তখনও পোকা বেরিয়েছে বলে দাবি তাঁর। এরপরেই পুরসভাতে জানালে কর্মীরা গিয়ে মূল পাইপলাইন থেকে বাড়ির কানেকশন খুলে দিয়ে এসেছে। তবে পানীয় জল প্রকল্পের পাইপ থেকে এমনভাবে পোকা বেরোতে থাকায় ব্যাপক আতঙ্কিত বাসিন্দারা।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Corporation Water : পুরসভার পানীয় জলে ওটা কী ভাসছে! নড়াচড়া করতেই আতঙ্কিত বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement