ফুল চাষ হবে এবার অন্যভাবে! আয় হবে দ্বিগুণ! বিরাট উদ্যোগ উত্তরবঙ্গে

Last Updated:

Siliguri News- সহজ পদ্ধতিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফুল চাষ করে আয় করুন লক্ষ লক্ষ টাকা! বিনামূল্যে মিলবে প্রশিক্ষণ! বিরাট উদ্যোগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগের

+
কৃষকদের

কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির

শিলিগুড়ি: ফুল চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্বিগুণ রোজগারের লক্ষ্যে শিলিগুড়িতে হাজির বিহারের দশজন ফুল চাষী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। ইতিমধ্যেই তাদের প্রশিক্ষণ দিতে বিশ্ববিদ্যালয়ে হাজির জার্মানির বিজ্ঞানী।
কৃষকদের আধুনিক ফুল চাষ সম্পর্কে অবগত করতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু হল তিনদিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগের উদ্যোগে ও বিহার সরকারের সহায়তায় আয়োজিত এই শিবিরে এদিন অংশগ্রহণ করেন বিহারের ১০ জন কৃষক।
আরও পড়ুন- রাস্তা পার হতে গিয়ে সব শেষ! ছাত্রের মৃত্যু… পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন
বৈশালী জেলার জেলা কৃষি আধিকারিক মনীশ কুমারের নেতৃত্বে কৃষকদের মাটির স্বাস্থ্য, কেঁচো সার উৎপাদন, জৈব সার তৈরি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা কী করে ফুল চাষ করে লাভবান হবেন সেই পদ্ধতিই তাদের শেখানো হবে এই প্রশিক্ষণ শিবিরে।
advertisement
advertisement
বিভিন্ন অত্যাধুনিক পদ্ধতি সম্পর্কে তাঁদের ধারণা দিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগে আসেন জার্মানির বিজ্ঞানি, যিনি আধুনিক ফ্লোরি কালচার প্রযুক্তি সম্পর্কে কৃষকদের বিশেষ ধারণা দেবেন। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগের দায়িত্বপ্রাপ্ত অমরেন্দ্র পান্ডে বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফুল চাষে আয়ের দিশা দেখাতে এই বিশেষ উদ্যোগ।
বর্তমানে বিহারের ১০ জন কৃষক এই প্রশিক্ষণ নিতে এসেছেন। আগামীতে আরও কৃষকরা এই প্রশিক্ষণ নেবেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগ বিভিন্ন বিষয়ে চাষীদের সাথে কাজ করে চলেছে। যেকোনো চাষী চাষাবাদের জন্য অত্যাধুনিক পদ্ধতি শিখতে এবং জানতে কোফার্ম বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং সম্পূর্ণ বিনামূল্যে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
আরও একবার নজির গড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগ। ফুল চাষে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কী করে ফলন ভাল করা যায় এবং লক্ষ লক্ষ টাকা আয় করা যায়, সেই সমস্ত বিষয়ে বিহারের দশজন চাষীকে নিয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ শিবির।
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফুল চাষ হবে এবার অন্যভাবে! আয় হবে দ্বিগুণ! বিরাট উদ্যোগ উত্তরবঙ্গে
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement