Elephant Attack: গভীর রাতে হাতির হানা! গ্রামবাসীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল ব্যক্তির, এলাকায় শোকের ছায়া
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Elephant Attack: পার্শ্ববর্তী খট্টিমারি জঙ্গল থেকে একটি বুনো হাতি খাবারের খোঁজে বেরিয়ে চানাডিপা বস্তিতে হানা দেয়। হাতি ধান ক্ষেতে হানা দিলেই শিবু রায়-সহ তিনজন হাতি তাড়াতে যান।
বানারহাট: গভীর রাতে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন ৪০ বছরের শিবু রায়।
সেই সময় পার্শ্ববর্তী খট্টিমারি জঙ্গল থেকে একটি বুনো হাতি খাবারের খোঁজে বেরিয়ে চানাডিপা বস্তিতে হানা দেয়। হাতি ধান ক্ষেতে হানা দিলেই শিবু রায়-সহ তিনজন হাতি তাড়াতে যান। কিন্তু তখনই হাতি শিবুর দিকে তেড়ে এসে তাঁকে ধরে ফেলে। হাতিটি শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে শিবু রায়ের সঙ্গে দুই যুবক হাতি তাড়াতে যান। তাঁরা ভাগ্যক্রমে বেঁচে যান। গ্রামে হাতির হানায় যুবকের মৃত্যুর খবর পেতে স্থানীয়রা বেরিয়ে এসে চেঁচামেচি করার পর হাতিটি জঙ্গলে ফিরে যায়।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সকালেই বনকর্মী দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। এদিকে এলাকাবাসীরা জানান, হাতির হানা থেকে গ্রামবাসীদের বাঁচাতে বনদফতরের কর্মীদের নিয়মিত টহলদারি করা উচিত। বনদফতর সূত্রে খবর, মৃতের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
advertisement
রকি চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2024 1:02 PM IST