Siliguri News: এক-দুই নয়, গ্রেফতার ৪০ জন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শিলিগুড়িতে বড় 'অপারেশন'! কী অভিযোগ জানেন?

Last Updated:

Siliguri News: শাসক দলের এক শ্রেণীর নেতার মদতেই চলছিল এই জমির বেআইনি কারবার। সম্প্রতি শিলিগুড়ি লাগোয়া ঠাকুরনগরে সাহু নদীর উপর লোহার সেতু তৈরীর অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে।

শিলিগুড়ির পুলিশের অভিযান
শিলিগুড়ির পুলিশের অভিযান
#শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আরও কড়া শিলিগুড়ি পুলিশ। গত ৩৬ ঘন্টায় চার থানার অভিযানে গ্রেফতার ৪০ জমি মাফিয়া! মহানন্দা হোক কিংবা বালাসন নদী, বাদ যায়নি সাহু নদীর চরও! জমি মাফিয়াদের নজরে নদীর চর। কখনও বা নদীর গতিপথ ঘুরিয়ে নদীর ওপর অবৈধ সেতু তৈরীর মতো অভিযোগ রয়েছে। আবার কখনও বা সরকারী জমি দখলেরও অভিযোগ রয়েছে।
শাসক দলের এক শ্রেণীর নেতার মদতেই চলছিল এই জমির বেআইনি কারবার। সম্প্রতি শিলিগুড়ি লাগোয়া ঠাকুরনগরে সাহু নদীর উপর লোহার সেতু তৈরীর অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সেই লোহার সেতু গুঁড়িয়ে দেয় পুলিশ, প্রশাসন। বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ দেন কোনও রেয়াত করা যাবে না। তারপরই নড়েচড়ে বসে শিলিগুড়ি পুলিশ।
advertisement
advertisement
পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশ যায় প্রতিটি থানায়। সেই মতো সক্রিয় হয়ে ওঠে পুলিশ। শিলিগুড়ির চার থানার পুলিশ বিশেষ অভিযানে নামে। গত ৩৬ ঘন্টায় অবৈধ জমি কারবারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ জন জমি মাফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের বিরুদ্ধে পুরনো একাধিক অভিযোগ ছিল।
advertisement
শুধু তৃণমূলই নয়, সিপিএম নেতাদেরও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে একাধিক ক্ষমতাশীলের নামও সামনে উঠে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানা ভিত্তিক জমি মাফিয়াদের নামের তালিকা তৈরী করা হচ্ছে। সেই তালিকা ধরেই চলবে ধরপাকড়। শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগের এসিপি রাজেন ছেত্রী জানান, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই চলছে অভিযান। গত ৩৬ ঘন্টায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠবে, তাদেরই গ্রেফতার করা হবে। অবৈধ জমি কারবারদের ছাড়া হবে না।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: এক-দুই নয়, গ্রেফতার ৪০ জন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শিলিগুড়িতে বড় 'অপারেশন'! কী অভিযোগ জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement