উনুন তৈরির জন্য মাটি আনতে গিয়েছিলেন মহিলা, তার পরের ঘটনা মর্মান্তিক
Last Updated:
পাইপলাইনের গর্তে মাটি আনতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর জখম দুজন মহিলা, তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে
#শিলিগুড়ি: পাইপলাইনের গর্তে মাটি আনতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর জখম হলেন দুই মহিলা।মঙ্গলবার ঘটনাটি ঘটে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজামাদারগছ এলাকায়। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমবাড়ি পুলিশ ফাঁড়ির লক্ষ্মীজামাদারগছ এলাকায় অনেকদিন থেকে গ্যাসের পাইপলাইন পাতার কাজ চলছে। এদিন বলরাম পাওয়ারগ্রিড এলাকার তিন মহিলা পাইপলাইনের জন্য মাটি খোঁড়া গর্ত থেকে উনুন তৈরি ও উঠোন লেপার জন্য মাটি আনতে যান। গর্ত থেকে মাটি তোলার সময় দু’জন চাপা পড়েন। মহিলার চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসেন। অনেক চেষ্টার পর দুই মহিলাকে উদ্ধার করা যায়।
স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন পাল ও অরুণ রায় জানান, তিনজন মহিলা বাড়ির প্রয়োজনে পাইপলাইনের গর্ত থেকে মাটি নিতে আসেন। সে-সময় দু’জন মহিলা মাটির গর্তে চাপা পড়ে যান। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অভিযোগ, পাইপলাইন পাতার জন্য অনেকদিন ধরে গর্ত খুঁড়ে রাখা হচ্ছে।পাইপলাইন পাতার পরও তা সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় না। ফলে সুযোগ পেয়ে গ্রামের মহিলারা উনুন তৈরি বা কাঁচা ঘরের মেঝে লেপার জন্য মাটি নিতে আসেন। সেসময় মাটি ধসে চাপা পড়ার ঘটনা ঘটে। শুধু তাই নয়, খেলতে গিয়ে ওই গর্তে চাপা পড়ার সম্ভাবনা রয়েছে শিশুদেরও। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টিতে নজর রাখার পাশাপাশি গর্ত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া উচিত।'' আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, '' পাইপলাইনের গর্ত থেকে মাটি আনতে গিয়ে দুই মহিলা চাপা পড়েছিলেন। তাঁদের উদ্ধারের পর পুলিশের অ্যাম্বুল্যান্সে করে চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।''
advertisement
অনির্বাণ রায়
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2022 7:21 PM IST