Madhyamik 2023: ১৪ স্কুলকে চিহ্নিত, বক্সা ব্যাঘ্র প্রকল্পের সব রুট বন্ধ, মাধ্যমিক নিয়ে সতর্ক বনদফতরও
- Published by:Uddalak B
Last Updated:
Madhyamik 2023: স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে৷
কলকাতা: হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের মৃত্যুর ঘটনার পর অতি সতর্ক বন দফতর থেকে প্রশাসন৷ আর সেই কারণেই এ বার একাধিক সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন৷ বক্সা বন দফতরের ভেতরের সব রুট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ কোনও ভাবে পরীক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷
অন্য দিকে মোট ১৪টি স্কুলকে চিহ্নিত করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তৃপক্ষ৷ সূত্রের খবর, সেই সব স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে৷ চলছে সচেতনতা মূলক প্রচার৷ উদ্ধার ও চিকিৎসার গাড়িও তৈরি রাখা হয়েছে৷ পাশাপাশি পড়ুয়াদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে গাড়ির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ৷ অর্থাৎ জঙ্গলের ভিতর দিয়ে চলা শর্টকাট রুট বন্ধ করে এখন বড় রাস্তা দিয়ে যাওয়ারই ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
advertisement
বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারী এলাকায় অর্জুন দাস নামে এক ছাত্রের উপর হামলা চালায় দলছুট একটি দাঁতাল। সেই হামলাতেই ই মাধ্যমিক পরীক্ষার্থী মারাত্মকভাবে জখম হয়, এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
advertisement
অর্জুনের প্রতিবেশীরা জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে বেলাকোবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে। টাকিমারী এলাকায় জঙ্গলি দাঁতাল হাতির সামনে পড়ে যায় অর্জুন, নিমেষেই হাতি অর্জুনকে আক্রমণ করে।
স্থানীয়রা গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুনকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা অর্জুনকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
রাজকুমার কর্মকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 8:38 PM IST