১০ হাজার বোতল জাল বিদেশি মদ উদ্ধার, বাজার মূল্য ৪০ লক্ষ টাকা!

Last Updated:

উদ্ধার হয়েছে ১০ হাজার বোতল জাল বিদেশী মদ, মদ তৈরির সরঞ্জাম এবং বেশ কিছু স্পিরিট ভর্তি ড্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।

#ডালখোলা: জাল বিদেশি মদ তৈরির কারখানার হদিশ পেল ডালখোলা থানার পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে । বাড়ির মালিক পলাতক। উদ্ধার হয়েছে ১০ হাজার বোতল জাল বিদেশি মদ, মদ তৈরির সরঞ্জাম এবং বেশ কিছু স্পিরিট ভর্তি ড্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।
গতকাল চাকুলিয়া থানার কানকি ৩১ নম্বর জাতীয় সড়কে নৈশবাস তল্লাশীর সময় একটি লড়ি থেকে ১৮৫ কার্টুন জাল বিদেশি মদ উদ্ধার হয়েছিল। এই ঘটনায় ফিরোজ নামে একজনকে পুলিশ আটক করেছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডালখোলা থানার অসুরাগর গ্রামে নিতাই মন্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। তার বাড়ি থেকে ১০ হাজার জাল বিদেশি মদ উদ্ধার হয়। উদ্ধার মদ তৈরির সরঞ্জাম এবং স্পিরিট। নিতাই বাবুকে আটক করতে না পারলেও পুলিশ আনারুল শেখ,আহমেদ রেজা এবং আমীর হোসেন নামের তিনজনকে আটক করেছে। আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
১০ হাজার বোতল জাল বিদেশি মদ উদ্ধার, বাজার মূল্য ৪০ লক্ষ টাকা!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement