Winter Flower Care: গোলাপের ‘এই’ ডাল ছেঁটে বাদ দিন, হুড়মুড়িয়ে বাড়বে গাছ ফুল হবে প্রচুর
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
Winter Flower Care: গোলাপ গাছে এলাডাল দেখতে সুন্দর হলেও এই ডালে কোনও প্রকার ফুল পাওয়া যায় না বরং টবের মাটি থেকে বেশিরভাগ খাদ্য এই ডাল সংগ্রহ করে নেয়।
বসিরহাট: এবার গোলাপের এলা ডাল চিনুন সহজেই। গোলাপ‘ তার সৌন্দর্য্য ও সুঘ্রাণের জন্য সব সময়েই সকল সমাজেই প্রশংসনীয়। আন্তর্জাতিক বাজারেও গোলাপের চাহিদা সবসময় প্রথম শ্রেণীতেই থাকে। আর তাই গোলাপ চাষাবাদের হার এবং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে গোলাপ বাণিজ্যিকভাবে রফতানি করেও বেশ মুনাফা অর্জিত হচ্ছে।
শুধু বাণিজ্যিকভাবে নয় বাড়িতে কিংবা ছাদ বাগানে অনেকেই গোলাপ তৈরি করেন ভালবেসে। তবে বাড়িতে গোলাপ গাছ বৃদ্ধির সময় হঠাৎই দেখবেন গাছের গোড়ার দিক থেকে সবুজ সতেজ ডালের বৃদ্ধি হয়।
advertisement
advertisement
যা অনান্য গাছের ডালের থেকে দ্রুত বৃদ্ধি হয় এই ধরণের ডাল যা গোলাপ গাছের এলাডাল নামে পরিচিত। আর এই গাছের ডাল চেনার আরও একটি সহজ পদ্ধতি হল এলাডাল যা সাতটি পাতার সমাহারে বেড়ে ওঠে।
গোলাপ গাছে এলাডাল দেখতে সুন্দর হলেও এই ডালে কোনপ্রকার ফুল পাওয়া যায় না বরং টবের মাটি থেকে বেশিরভাগ খাদ্য এই ডাল সংগ্রহ করে নেয়। যার ফলে গাছের অনান্য অংশের তেমনভাবে বৃদ্ধি হয়না। তবে গাছের প্রতি একটু যত্নশীল ও পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন। শীতে অনেক বাগান প্রেমীরা গোলাপে সাধের বাগান ভরিয়ে তুলছে তা বলাই বাহুল্য।
advertisement
Julfikar Molla
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2024 11:06 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Winter Flower Care: গোলাপের ‘এই’ ডাল ছেঁটে বাদ দিন, হুড়মুড়িয়ে বাড়বে গাছ ফুল হবে প্রচুর








