WB Panchayat Election 2023: কারচুপি করে ভোট? আকাইপুরে এ কী কাণ্ড!
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
WB Panchayat Election 2023: ভোটে কারচুপিতে জেতার অভিযোগে ভাঙচুর করা হল পুলিশের গাড়ি।
উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও এখনও যেন রেশ কাটছে না ভোটের। ইতিমধ্যেই জেলার বেশ কিছু কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। আর এরই মাঝে ভোটে কারচুপি করে জেতার অভিযোগে এনে বিক্ষোভ অবরোধের পথে হাঁটলেন সীমান্ত শহর বনগাঁর বিজেপি কর্মী সমর্থকরা৷
আর সেই অবরোধ তুলতে গিয়েই পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী গুরুতর যখম হয়েছেন৷ পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই তিন জনকে আটক করা হয়েছে ৷
আরও পড়ুন: বাংলায় বিজেপি-শাসিত রাজ্যের হাওয়া! দলবদল রুখতে বীরভূমে যা হল, বিশ্বাস করতেও কষ্ট হবে
স্থানীয়রা জানিয়েছেন এদিন আকাইপুর বাজারে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, দেবদাস মণ্ডল-সহ একাধিক বিজেপি নেতারা। তারা চলে যাওয়ার পরই উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। তারপরই রাস্তা অবরোধ করেন তারা৷ অভিযোগ, অবরোধ তুলতে আসলেই পুলিশের উপর ক্ষোভ দেখিয়ে সে সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়।
advertisement
advertisement
মুহূর্তেই উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতির সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। চলে গাড়ি ভাঙচুরও। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে এখনও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। পুলিশ পিকেটও বসানো হয়েছে এলাকায়।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 14, 2023 4:54 PM IST










