North 24 Parganas News: হাসপাতালের দরজা থেকে উধাও বন্ধু, বাড়িতে তালা, মধ্যমগ্রামে ডেলিভারি বয়ের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
North 24 Parganas News: রেটিং এর দৌড়েই কি রাতের শহরে প্রাণ গেল এক খাবার ডেলিভারি বয়ের! নাকি পেছনে রয়েছে অন্য কারণ
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: রেটিং এর দৌড়েই কি রাতের শহরে প্রাণ গেল এক খাবার ডেলিভারি বয়ের! নাকি পেছনে রয়েছে অন্য কারণ। মধ্যমগ্রামে হওয়া পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর ২৪-এর অভিজিৎ দাসের। ছেলেকে হারিয়ে গোটা পরিবার শোকস্তব্ধ। কিন্তু মৃত্যু নিয়ে রহস্যের অভিযোগ তুলছেন তাঁরা।
জানা যায়, সেদিন রাত সাড়ে বারোটাতেও অভিজিতের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু সন্তু। কিন্তু মৃত্যুর পর থেকেই আচমকা সন্তু উধাও হয়ে যায় বলে অভিযোগ করেন মৃত অভিজিতের বাবা বিশ্বজিৎ দাস। এদিন ছেলের মৃতদেহ বারাসত হাসপাতালের মর্গ থেকে নিতে এসে বললেন, ‘‘ওদিন রাত একটার কিছু সময় আগে এই দুর্ঘটনা ঘটে।’’
প্রসঙ্গত স্থানীয় সূত্রে জানা যায়, সেই রাতে অভিজিৎ খাবার ডেলিভারি করতে যাচ্ছিলেন। মধ্যমগ্রাম ওভারব্রিজে একটি মোটর সাইকেলে তিনজন মদ্যপ অবস্থায় তাঁর মোটর সাইকেলে ধাক্কা মারে। অভিজিৎ ছিটকে পড়েন রাস্তার উপর। সেই সময় একটি লরি তাঁকে চাপা দেয় বলেই জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার কিছু আগে পর্যন্ত তাঁর সঙ্গে সন্তু বলে এক বন্ধু ছিলেন।
advertisement
advertisement
হাসপাতালে নিয়ে আসা পর্যন্ত এবং বাড়িতে খবর দেওয়া পর্যন্ত সন্তুর অবস্থান ঠিকঠাক ছিল, এমনকি বারাসত হাসপাতালে সন্তু তাঁর বাইকে করে অভিজিতের বাবাকেও নিয়ে আসেন। তার পর থেকেই সে পলাতক বলে নিহত অভিজিতের পরিবারের দাবি। তাঁর বাড়িতেও রয়েছে তালা। বিশ্বজিৎ বাবুর অভিযোগ, ছেলের মৃত্যুর পিছনে সন্তু র হাত থাকতে পারে।
advertisement
অন্যদিকে তিন মদ্যপ যুবকের একজন এই দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে পুলিশ আটক করেছে। মৃত যুবক অভিজিৎ দাসের বাড়ি হৃদয়পুর সারদা সরণিতে। গত এক সপ্তাহ আগেই পরিবারের পাশে দাঁড়াতে ডেলিভারি বয়ের কাজে ঢোকেন তিনি। এই কাজই যে তার প্রাণ কেড়ে নেবে, তা কেউই ভাবতে পারেননি। তবে
advertisement
গোটা ঘটনায় রহস্যের অনুমান করছে মৃতর পরিবার। পুলিশি তদন্তেই এই রহস্যের সমাধান হবে বলেই ধারণা দাস পরিবার-সহ স্থানীয় বাসিন্দাদের।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 7:35 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হাসপাতালের দরজা থেকে উধাও বন্ধু, বাড়িতে তালা, মধ্যমগ্রামে ডেলিভারি বয়ের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য