North 24 Parganas: বাসন্তী হাইওয়েতে গতির বলি দুই পথচারী

Last Updated:

বাসন্তী হাইওয়েতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গতির বলি দুই পথচারী, এলাকায় নেমেছে শোকের ছায়া

+
নিয়ন্ত্রণ

নিয়ন্ত্রণ হারিয়ে গতির বলি দুই

রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী কে ধাক্কা মৃত দুই, ট্রাক উল্টে গুরুতর জখম চার জন। বসিরহাট মহাকুমার মিনাখা থানার বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতর ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কলকাতা থেকে মালঞ্চ গামী একটি ট্রাক বাসন্তী হাইওয়ে ধরে আসছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎই গাড়ির ব্রেক বিকল হয়ে পড়ে। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল-আরোহীকে ধাক্কা মারে ট্রাকটি। নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকটি প্রথমে বামুনপুকুর গ্রাম পঞ্চায়েত কর্মী প্রশান্ত কুমার গায়েনকে ধাক্কা দেয়। তারপরেই পঞ্চায়েতে অপর একটি পথচারী বিশাখা মন্ডল কে ধাক্কা মেরে, গাড়িটি উলটে যায় । এই ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত ছয় জনকে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, বছর ২৩ বিশাখা মন্ডল, এবং পঞ্চায়েত কর্মী ৪৭ বছরের প্রশান্ত কুমার গায়েন কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। দুই খালাসী গাড়ির চালক এবং এক পথচারী সহ চারজনকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে খবর, গাড়ি চালকের অবস্থা যথেষ্ট সংকটজনক। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, কেউ এখনো পর্যন্ত লিখিতভাবে অভিযোগ জানায়নি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে মিনাখা থানার পুলিশ। যে দুইজন মারা গেছে তাদের বাড়ি বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজেন্দ্রপুর শিবপুর গ্রামে। মৃত গৃহবধূ ২৩ বছরের বিশাখা মন্ডল ,এবং ৪৭ বছর বয়সী প্রশান্ত কুমার গায়েন বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের কর্মী। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: বাসন্তী হাইওয়েতে গতির বলি দুই পথচারী
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement