Panchayat Election 2023: সীমান্তে তৃণমূলের জয় জয়াকার, টাকি রোডে মিষ্টি বিতরণ নেতাকর্মী সমর্থকদের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সীমান্ত লাগোয়া অঞ্চল গুলিতে জয় জয়কার তৃণমূলের। সেই আনন্দে মিষ্টিমুখ করালেন বিজয়ী প্রার্থী থেকে তৃণমূল নেতাকর্মী সমর্থকরা।
বসিরহাটঃ সীমান্তে তৃণমূলের জয় জয়াকার, টাকি রোডে মিষ্টি বিতরণ নেতাকর্মী সমর্থকদের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে দশটি ব্লকে বেশিরভাগ অংশে তৃণমূলের জয় জয়কার। পঞ্চায়েত নির্বাচনে ২৬টি জেলা পরিষদ আসন, দশটি পঞ্চায়েত সমিতি দখল করেছে। বসিরহাট মহকুমায় ৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে ৮৯ টা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। শুধুমাত্র হাসনাবাদ গ্রাম পঞ্চায়েটিই বিজেপির দখলে।
এই বিপুল পরিমাণে জয়ের জন্য মানুষকে ধন্যবাদ দিয়ে বসিরহাট এক নম্বর ব্লকে তৃণমূলের বিজয়ী প্রার্থী গোলাম মোস্তফা, ও জেলা পরিষদের তৃণমূলের জয়ী প্রার্থী শাহানুর মন্ডলের বিজয় উৎসব এর মধ্য দিয়ে, এদিন সীমন্তের সোলাদানা, হরিহরপুর সীমান্তে মিষ্টিমুখ করালেন বিজয়ী প্রার্থী থেকে তৃণমূল নেতাকর্মী সমর্থকরা।
advertisement
advertisement
সবুজ আবির মেখে টাকি রোডে মিষ্টি বিতরণ করা হয় সাধারণ গ্রাম বাসীদের পাশাপাশি মিষ্টি খাওয়ানো হয় ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষের। সব মিলিয়ে বসিরহাটের বিভিন্ন প্রান্তে সবুজ আবিরের মিষ্টিমুখর পরিবেশ রাস্তায় রাস্তায়।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 7:18 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: সীমান্তে তৃণমূলের জয় জয়াকার, টাকি রোডে মিষ্টি বিতরণ নেতাকর্মী সমর্থকদের