North 24 Parganas News: মাঠে সবজি তুলতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে হাত, মর্মান্তিক পরিণতি গৃহবধূর

Last Updated:

বছর আটচল্লিশের গৃহবধূ হাসিনারা বিবি এদিন মাঠে যায় সবজি আনতে। সেই সময় বিদ্যুতের ছেঁড়া তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।

+
title=

বসিরহাটঃ মাঠে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক গৃহবধূর। যার ফলে রাস্তা অবরোধ করে দেখানো হল বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার কাটিহাট পূর্ব পাড়ার ঘটনা। বছর আটচল্লিশের গৃহবধূ হাসিনারা বিবি এদিন মাঠে যায় সবজি আনতে। সেই সময় বিদ্যুতের তাঁর ছিড়ে পড়েছিল। মাঠে যেতেই অজান্তে ছেঁড়া তার ওই মহিলার গায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এর পরপরই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলা হাসিনারা বিবির।
কেন এভাবে অবাধে মাঠে ছিড়ে পড়েছিল বিদ্যুতের তার! তার কোন সদুত্তর নেই। এই খবর পেতেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা। উত্তেজিত জনতা কাটিয়াহাট ঘোজাডাঙ্গা সীমান্ত রোডের কাটিয়াহাট বিদ্যুৎ দফতরের সামনে রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
advertisement
চলতি বছরের মে মাসের ১৯ তারিখে বাদুড়িয়ার ব্লকের বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে বামনহাট গ্রামে সকালবেলায় সবজি তুলতে গেলে তিন জন চাষীর মৃত্যু হয়। একই ঘটনা ঘটেছিল বাদুড়িয়া সেই সময় পটল ক্ষেতে ফুল ছোয়াতে গিয়ে তিনজন চাষীর মৃত্যু হয়। ফের আরেকজনের মৃত্যুর ঘটনায় পুনরায় বিদ্যুৎ দফতরে আরওএকবার গাফিলতিতে গেল প্রাণ।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মাঠে সবজি তুলতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে হাত, মর্মান্তিক পরিণতি গৃহবধূর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement